X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফেনীতে কলেজ শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে নিষেধাজ্ঞায় মিশ্র প্রতিক্রিয়া

ফেনী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ১৫:৪৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৬:২৯

ফেনী সরকারি কলেজ (ছবি: প্রতিনিধি) ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার ঘটনায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অধিকাংশ অভিভাবক ও শিক্ষার্থী এ সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও শিক্ষার্থীদের একটি অংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

কলেজে উপস্থিত থাকা অবস্থায় শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেনী সরকারি কলেজ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারের  নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়িতে এ ব্যাপারে দেখভাল করতে অভিভাবকদের নির্দেশনা দেওয়া হবে।’

ফেনী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর তায়েবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের উপকারিতা ও  অপকারিতা দুটিই রয়েছে। অনেক অভিভাবক সন্তানদের শিক্ষা  প্রতিষ্ঠানে পাঠিয়ে মোবাইল হাতে দিয়ে স্বস্তি খুঁজে পায়। মোবাইল ব্যবহারে শিক্ষার্থীদের মধ্যে  যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সেক্ষেত্রে  ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকতে হবে।’

ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আমীন ভূঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন নতুন স্মার্টফোনের অনেক সুবিধা থাকলেও এসব ফোন শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে। এতে পড়ালেখারও ক্ষতি হয়। এই সিদ্ধান্তের ফলে শ্রেণিকক্ষে লেখাপড়ায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে। একই সঙ্গে এই সিদ্ধান্তের ফলে পড়াশোনার জন্যে বাড়তি সময়ও পাবেন শিক্ষার্থীরা।’

ফেনী কলেজের শিক্ষক মোশাররফ হোসেন মিলন বলেন, ‘পড়াশোনার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। এর সঠিক ব্যবহার না করে ছাত্র-ছাত্রীরা খারাপ দিকে অগ্রসর হচ্ছে। বিষয়টি চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা অনেকটা সম্ভব হচ্ছে না। ফলে ক্লাসে মোবাইল আনার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিক্ষার্থীদের ওপর।’

কলেজ শিক্ষার্থীদের অভিভাবক শহিদুল আলম, নিজাম উদ্দিন ও রেমন তমিজও এই ধরনের সিদ্ধান্তকে সময় উপযোগী বলে উল্লেখ করেছেন। এই অভিভাবকেরা বাংলা ট্রিবিউনকে জানান, মোবাইলের পাশাপাশি ফেসবুকেও আসক্তি বাড়ছে ছাত্র-ছাত্রীদের। এগুলো শিক্ষার ওপর বিরূপ ও নেতিবাচক প্রভাব ফেলছে।

অন্যদিকে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বাংলা ট্রিবিউনকে জানান, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করা যায়। ইংরেজি ডিকশনারিসহ পাঠদানের সময় নানাভাবে মোবাইল ফোন সাহায্য করে। কিন্তু মোবাইল যদি শিক্ষার্থীরা সঙ্গে না রাখতে পারেন তবে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই ক্ষতিগ্রস্থ হবেন।

শিক্ষার্থীদের অপর একটি অংশ  বাংলা ট্রিবিউনকে জানায়, কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত যথাযথ। শ্রেণিকক্ষে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ক্রমেই আসক্ত হচ্ছে  শিক্ষার্থীরা। ইন্টারনেটের  মাধ্যমে আজেবাজে ছবিও দেখছে তারা। এতে বিরূপ প্রভাব পড়ছে  ফলাফলে।

শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন আরও বলেন, শুধুই শিক্ষার্থীদের ক্ষেত্রে নয়, শিক্ষকদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিতে হবে। কারণ অনেক শিক্ষক ক্লাসে পাঠদানে মনোযোগ না দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন। অনেকে মোবাইলে কথা বলেই ক্লাসের সময় পার করেন। এতে ক্লাসে পাঠদানে ব্যাঘাত ঘটে। তাই শিক্ষকদের জন্যও এই নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।

একাদশ শ্রেণির ছাত্রী রাশেদা আক্তার বলেন, ‘ক্লাসে যখন থাকি তখন মোবাইল বন্ধ রাখি, বাকি সময় যোগাযোগের জন্য মোবাইল অন থাকে। মোবাইল যে শুধু আমার যোগাযোগের চাহিদা মেটায় তা কিন্তু নয়। নোট দেওয়া-নেওয়া, কোনও বিষয় নিয়ে আলোচনা, নতুন ছবি দেখা, ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের সর্বশেষ খবর   জানা— এমন বিভিন্ন কাজে আমি মোবাইল ব্যবহার করি।’

শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা সম্পর্কে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোবাইল ব্যবহারে এবার কঠোর নির্দেশনা আসছে মন্ত্রণালয় থেকে। সম্প্রতি এ ব্যাপারে মতামত নিতে একটি আদেশও জারি করেছে সরকার।’

তিনি আরও বলেন, ‘ইদানিং ছাত্র-ছাত্রীদের মধ্যে মোবাইলের অতিরিক্ত নেশা তৈরি হয়েছে।  মোবাইলের অপব্যবহার ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। পড়াশোনা বাদ দিয়ে তারা গভীর রাতে ফোনালাপে ব্যস্ত থাকছে।  এ ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে  অনুরোধ করছি।

আরও পড়ুন- ফেনী সরকারি কলেজে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা



/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা