X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন মানতে পারছেন না রাউধার বাবা

রাজশাহী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১৪:৪৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৫:৩৯

রাউধা আথিফ

মালদ্বীপের মডেল রাউধা আথিফের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে রাউধা আত্মহত্যা করেছে। তবে রাউধার বাবা ডা. মোহাম্মদ আথিফ বলছেন, ‘তার মেয়েকে যে হত্যা করা হয়েছে এটা তার কাছে পরিষ্কার।’

মঙ্গলবার সন্ধ্যায় ডা. মোহাম্মদ আথিফ বলেন, ‘আমার জানা মতে হত্যার ঘটনাটা পরিষ্কার। হত্যার সাক্ষ্য-প্রমাণও আছে। তারপরও পুলিশ যদি বলে এটা ‘আত্মহত্যা’ তাহলে পুলিশকে এর সঠিক ব্যাখা দিতে হবে। চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি শুনেছি। তবে এখনও দেখিনি। আমি আইনজীবীর মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন দেখার জন্য আবেদন করবো। চূড়ান্ত প্রতিবেদন দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

রাউধার বাবার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আসমাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তদন্ত করে যা পেয়েছি কাগজে-কলমে তা দিয়ে দিয়েছি। রাউধার বাবা কী বলছে না বলছে সেটা আমাদের দেখার বিষয় না। তিনি যা বলার আদালতে বলবেন। আমাদের পার্ট শেষ হয়ে গেছে। একটা ঘটনা ঘটেছিল। আমরা তদন্ত করে যা পেয়েছি তা চূড়ান্ত প্রতিবেদনে তুলে ধরেছি। আমরা হত্যা ও আত্মহত্যা দুইটি বিষয়কে সামনে রেখেই তদন্ত করেছি।’

তিনি আরও বলেন, ‘তিনি হত্যা প্রমাণ করুক, করতে পারলে তো ভালো। এখানে আমাদের কোনও লাভ নেই। আমরা তদন্ত করে যা পেয়েছি, তা তুলে ধরেছি। এ বিষয়ে আমার আর কোনও বক্তব্য নেই। এর আগে দুই দফা ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের এই মডেল আত্মহত্যা করেছেন ’

রাজশাহী মহানগর জজ আদালতের পরিদর্শক আবুল হাশেম জানান, সোমবার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)পরিদর্শক আসমাউল হক তাদের কাছে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। মঙ্গলবার দুপুরে তারা সেটি রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত-১ এ উপস্থাপন করবেন।

আবুল হাশেম আরও বলেন,‘মামলার চূড়ান্ত প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। রাউধাকে হত্যা করা হয়েছে এমনটিও বলা হয়নি। বাদীপক্ষের আইনজীবী এই প্রতিবেদনে নারাজি দিতে চান। এ জন্য তিনি বিচারক মাহবুবুর রহমানের কাছে সময় প্রার্থনা করেছেন। তবে এ বিষয়ে আদালত এখনও কোনও আদেশ দেননি।’

 মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আসমাউল হক জানান, দুই দফার ময়নাতদন্ত, ভিসেরা ও মোবাইল ফোন পরীক্ষার পর রাউধার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এরপরই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তদন্ত শেষে ও প্রতিবেদন দাখিলের আগে এ বিষয়টি রাউধার বাবা মোহাম্মদ আথিফকেও গত ১৫ অক্টোবর জানানো হয়েছে। আর এই মামলার তদন্ত থেকে রাউধার সহপাঠী সিরাতকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজশাহীর নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রীনিবাস থেকে রাউধা আতিফের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাউধার মৃত্যুর দিনই কলেজ কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি অপমৃত্যুর মামলা করে। রাউধার লাশ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজশাহীতে দাফন করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, রাউধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এরপর মালদ্বীপের দুই পুলিশ কর্মকর্তা রাজশাহীতে এসে ঘটনা তদন্ত করেন।

এছাড়াও রাউধার মৃত্যুর ঘটনায় কলেজের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সে কমিটিও তাদের প্রতিবেদনে বলেছে, রাউধা আত্মহত্যা করেছেন। তবে রাউধার বাবা মোহাম্মদ আথিফ এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে গত ১০ এপ্রিল রাজশাহীর আদালতে একটি হত্যা মামলা করেন। এ মামলায় রাউধার সহপাঠী ভারতের কাশ্মিরের মেয়ে সিরাত পারভীন মাহমুদকে একমাত্র আসামি করা হয়। কিন্তু সিরাতকে গ্রেফতার করা হয়নি। তবে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত ১৪ এপ্রিল হত্যা মামলাটি শাহমখদুম থানা থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়। এরপর কবর থেকে লাশ তুলে দ্বিতীয়বারের মতো রাউধার লাশের ময়নাতদন্ত করা হয়। দ্বিতীয় দফা ময়নাতদন্তের প্রতিবেদনেও বলা হয়েছে, রাউধা আত্মহত্যা করেছেন। তবে মোহাম্মদ আথিফ এখনও দাবি করে আসছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। মামলার পর থেকে তিনি রাজশাহীতেই অবস্থান করছেন।

মালদ্বীপের মেয়ে রাউধা আথিফের জন্ম ১৯৯৬ সালে ১৮ মে। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাউধা পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন। ২০১৬ সালের অক্টোবর মাসে বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণেও তিনি মডেল হয়েছিলেন। ওই সংখ্যার প্রচ্ছদে আরও পাঁচ মডেলের সঙ্গে রাউধাও ছিলেন।

 আরও পড়তে পারেন: কুমিল্লায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
ভোটার সংখ্যা দুই লাখ ৪৫ হাজার, ৪১৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা
ভোটার সংখ্যা দুই লাখ ৪৫ হাজার, ৪১৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা
বান্দরবানে দুই উপজেলা নির্বাচনে জয় পেলেন যারা
বান্দরবানে দুই উপজেলা নির্বাচনে জয় পেলেন যারা
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা