X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

একরাম হত্যা মামলা: তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

ফেনী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ২২:২২আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২২:২৪

একরাম হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এবং ফেনী মডেল থানার তৎকালীন পরিদর্শক আবুল কালাম আজাদ তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন। আগামীকাল (বৃহস্পতিবার) মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার (১৮ অক্টোবর) বিকালে জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে আবুল কালাম আজাদ সাক্ষ্য দেন। ফেনী জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হাফেজ আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

পিপি হাফেজ আহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, আজ (বুধবার) আবুল কালাম আজাদ মামলার তদন্তকালে যে তথ্য-উপাত্ত পেয়েছিলেন, তা বিশদভাবে আদালতকে জানিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী কামরুল হাসান, গিয়াস উদ্দিন নান্নু সাক্ষীকে জেরা করেন। পরে বিচারক মামলার ৩৩তম দিবসের (বুধবার) কার্যক্রম মুলতবি ঘোষণা করে পরবর্তী তারিখ ঘোষণা করেন।’

আদালত সূত্র জানায়, একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এপর্যন্ত ৫১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলার ৫৬ আসামির মধ্যে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২ জন ফেনী কারাগারে, তিন জন কুমিল্লা কারাগারে ও ২০ জন জামিনে রয়েছেন। বুধবার ৪২ জন আসামি আদালতে হাজির ছিলেন। তিন আসামি অসুস্থতার কারণে অনুপস্থিত আছেন জানিয়ে তাদের আইনজীবীরা সময় প্রার্থনা করে আবেদন করেন। মামলার অন্যতম আসামি মো. সোহেল র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

সূত্র আরও জানায়, ২০১৫ সালের ২৮ আগস্ট তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। গ্রেফতার হওয়া ৪৬ জন আসামির মধ্যে ১৫ জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সূত্র জানায়, ৫৬ জন আসামির মধ্যে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ