X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ট্রাফিক পুলিশের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত

কক্সবাজার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ০৩:৩৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১০:২০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অভিযুক্ত ট্রাফিক কর্মকর্তা

কক্সবাজারের প্রধান সড়কে যানজটের ছবি তুলতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের বার্মিজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার ট্রাফিক পুলিশের সহকারি ট্রাফিক সার্জেন্ট ইউসুফ তাদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সহকারি ট্রাফিক সার্জেন্ট ইউসুফ বলেন, ‘তো কী হয়েছে?’

লাঞ্ছনার শিকার সাংবাদিকরা হলেন স্থানীয় দৈনিক হিমছড়ির চিফ রিপোর্টার সৈয়দ আলম ও ফটো সাংবাদিক কেফায়েত উল্লাহ।

ফটোসাংবাদিক কেফায়ত উল্লাহ জানান, বুধবার বেলা ১১টার দিকে শহরের বার্মিজ মার্কেটের সামনে প্রায় ৪০ মিনিটের মতো যানজটের সৃষ্টি হয়। এসময় যানজটের ছবি তোলা হয়। তখন কোনও ট্রাফিক সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। একটু পরে সড়কে ক্যামেরাসহ সাংবাদিক দেখে ক্ষেপে যান সহকারী ট্রাফিক সার্জেন্ট ইউসুফ। তিনি চিৎকার করে বলেন, ‘এখানে আমি সকাল থেকে ডিউটি করতেছি, কোন জ্যাম নাই। আপনারা জ্যাম কোথায় পাইলেন?’ এরপরেই আক্রমণাত্মক হয়ে ওঠেন ওই ট্রাফিক কর্মকর্তা। 

এ ব্যাপারে কেফায়েত উল্লাহ বলেন, ‘কথা শেষ করেই আমাকে শারীরিকভাবে হেনস্তা করেন সহকারি ট্রাফিক সার্জেন্ট ইউসুফ। পরে চিফ রিপোর্টার সৈয়দ আলম দ্রুত এগিয়ে এলে হুট করে ঘটনাস্থল ত্যাগ করেন ইউসুফ।’

কেফায়েত আরও বলেন, ‘পরে অন্য সাংবাদিকরা মিলে ঘটনার ব্যাপারে জানতে চাইলে প্রথমে অস্বীকার করেন ওই ট্রাফিক কর্মকর্তা। তারপর বলেন, ‘মেরেছি তো কী হয়েছে? এখন আপনারা কী বলতে চান? আমি অনেকদিন কক্সবাজারে চাকরি করতেছি, আর করতে ইচ্ছে করতেছে না। কী করবেন করেন।’

এ ব্যাপারে কক্সবাজার ট্রাফিক বিভাগের এএসপি বাবুল চন্দ্র বণিক বলেন, ‘এরকম ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’ ঘটনার খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!