X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঝন্টুর পক্ষে এখনও মাঠে নামেননি আ. লীগ নেতাকর্মীরা

লিয়াকত আলী বাদল, রংপুর
১৭ নভেম্বর ২০১৭, ১২:৪১আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৩:০৭

সরফুদ্দিন আহমেদ ঝন্টু আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তবে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা ভালোভাবে নেননি বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ব্যাপারে প্রকাশ্যে কেউ মুখ খুলতেও রাজি নন। বরং দাবি করছেন, ঝন্টু নয়, নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ করছেন তারা। কিন্তু দলীয় মনোনয়ন ঘোষণার পর প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও দলের জেলা ও মহানগর আওয়ামী লীগের কোনও নেতাকর্মীকে ঝন্টুর পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে না।

দলীয় সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর ঢাকায় গণভবনে আনুষ্ঠানিকভাবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে সরফুদ্দিন আহমেদ ঝন্টুর হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী ও দলের প্রধান শেখ হাসিনা। মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আরও ১৬ জন নেতা সেসময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সবাইকে ঝন্টুর পক্ষে কাজ করারও নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কোনও নেতাকে ঝন্টুর পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়নি। একরকম চুপ করেই আছেন তারা। যারাও আনুষ্ঠানিকভাবে কথা বলছেন তাদের দাবি, ঝন্টু নয় বরং নৌকা মার্কার প্রার্থীর পক্ষেই তারা কাজ করবেন। অনেকে আবার অভিযোগ করছেন, মেয়র হিসেবে এতদিন দায়িত্ব পালন করলেও দলের জন্য কখনও কাজ করেনি ঝণ্টু। তিনি নিজেকে কখনও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয়ও দেননি। এমন অবস্থায় ঝন্টুর পক্ষে সব পর্যায়ের নেতাকর্মীকে মাঠে নামানো অনিশ্চিত হয়ে পড়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরও মেয়র প্রার্থী ঝন্টু এখন পর্যন্ত জেলা ও মহানগর আওয়ামী লীগের কোনও নেতার সঙ্গে যোগাযোগ করেননি কিংবা ফোনও করেননি বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রসিক নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগ জরুরি সভা আহ্বান করেছে বলে নিশ্চিত করেছেন জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ। তবে মহানগর আওয়ামী লীগের কোনও সভা এখনও আহ্বান করা হয়নি। 

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা মেয়র পদে ঝন্টুকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা নেত্রীর আদেশ মেনে চলবো, তার পক্ষে কাজ করবো।’ ঝন্টু দলীয় মনোনয়ন পাওয়ার পর এখন পর্যন্ত তিনিসহ  জেলা ও মহানগর আওয়ামী লীগের কোনও নেতার আলাপ আলোচনা করেননি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘উনি ফোন করলেন কিনা, দেখা করলেন কিনা, সেটা আমরা দেখবো না। আমরা নৌকা মার্কার প্রার্থীর জন্য কাজ করবো, জান-প্রাণ দিয়ে কাজ করে নৌকার প্রার্থীকে জয়ী করার চেষ্টা করবো।’

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দিলশাদ হোসেন অ্যাডভোকেটের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেত্রী শেখ হাসিনা ঝন্টুকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা তাকে (ঝন্টু) বুঝি না, নৌকা মার্কার প্রার্থী যিনি তার পক্ষেই তো থাকবো।’ শিগগির মহানগর আওয়ামী লীগের সভা ডেকে করণীয় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

প্রায় একই সুরে কথা বলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। তিনি বলেন, ‘উনি (মেয়র ঝন্টু) ফোন করলেন কি করলেন না, দেখা করলেন কি করলেন না, তা আমরা ভাবছি না। আমাদের নেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। আমরা মহানগরের নেতাকর্মীরা নিজেদের উজাড় করে দিয়ে তার পক্ষে কাজ করবো। যাতে নৌকার বিজয় হয় সেজন্য কাজ করে যাবো।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমানও একই সুরে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা মহানগর আওয়ামী লীগের সব নেতাকর্মী নৌকা মার্কার প্রার্থী হিসেবে তার (ঝন্টু) পক্ষে কাজ করছি এবং করে যাবো।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বুধবার রাতে ঝন্টু সাহেব আমাকে ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন শনিবার জেলা আওয়ামী লীগের জরুরি সভা ডাকা হয়েছে। সেখানেই নেতাকর্মীদের উজ্জীবিত করে কিভাবে নির্বাচনি প্রচারণা শুরু করা যায় তা নির্ধারণ করা হবে।’ তবে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে ঝন্টুকে ডাকা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে ওই সভায় ডাকা হয়নি।’

অপরদিকে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ঝন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবার সঙ্গে যোগাযোগ করছি। আশা করি সবাই মিলে কাজ করবো। নৌকার বিজয় হবেই।’

আরও পড়ুন- রসিক নির্বাচন: ঝন্টুর পক্ষে কাজ করবেন দলের সবাই



/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা