X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মুনাফার চেয়ে মনুষ্যত্ব বড় শিখিয়েছে অক্টোবর বিপ্লব’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ নভেম্বর ২০১৭, ১৯:৪৪আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২৩:৫৫

অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে লাল পতাকা মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘মানুষে মানুষে যে বৈষম্য তার অবসান ঘটিয়েছে অক্টোবর বিপ্লব। এ বিপ্লব মানুষকে মুক্তির পথ দেখিয়েছে এবং মুনাফার চেয়ে মনুষ্যত্ব বড়, এই শিক্ষা দিয়েছে।’

শুক্রবার (১৭ নভেম্বর) অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। দিবসটি উপলক্ষে এদিন অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব উদযাপন পরিষদ, চট্টগ্রামের ব্যানারে লাল পতাকা মিছিল, সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

প্রবীণ এই শিক্ষক বলেন, ‘সমাজতান্ত্রিক বিপ্লব রুশ থেকে শুরু হয়েছিল। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। চীন থেকে ভিয়েতনাম, পূর্ব ইউরোপ থেকে কিউবা, সবখানে এ বিপ্লব ছড়িয়ে পড়ে।’

অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের আহ্বায়ক আবুল মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সদস্য রাশেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাংলাদেশ গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দিনস আরও অনেকে বক্তব্য দেন।

এর আগে বিকাল ৪টায় লালদীঘি মাঠে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে লাল পতাকা মিছিল নিয়ে কোতোয়ালী-নিউমার্কেট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এরপর মুসলিম হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!