X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাহরাইনে টাকা চুরি, মঠবাড়িয়ায় গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ০৪:০৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ০৪:১৯

হাফিজ মোল্লা বাহরাইন থেকে ৩৯ লাখ টাকা চুরি করে পালিয়ে আসার অভিযোগে হাফিজ মোল্লা (৩৫) নামের একজনকে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজ একই উপজেলার পশ্চিম রাজপারা গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে।

মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারি পরোয়ানা থাকায় হাফিজকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ৯ বছর আগে হাফিজ বাহরাইন গিয়ে মানামা সিটিতে ওয়াদি মারমারা বুটিক নামক ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি নেয়। প্রতিষ্ঠানের মালিক মঠবাড়িয়ার বেতমোর রাজপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ ২০১৫ সালের ১৩ মে হাফিজ মোল্লাকে প্রতিষ্ঠানে রেখে ছুটিতে দেশে আসেন। ২১ মাস পর আব্দুল মজিদ ২০১৭ সালের ৩ মার্চ আবার বাহরাইন ফিরে যান। ২৮ মার্চ হাফিজের কাছে প্রতিষ্ঠানের হিসাব চাইলে হাফিজ কোনও হিসাব না দিয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসে।

এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিকের বড় ভাই আব্দুল জব্বার হাওলাদার বাদী হয়ে হাফিজের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থাকে (ডিবি)  আদেশ দেন। জেলা গোয়েন্দা সংস্থার পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন তদন্তে উল্লেখিত টাকা চুরির প্রমাণ পাওয়ায় ২১ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

এছাড়া অভিযোগ রয়েছে হাফিজ মোল্লা বাহরাইন থাকাকালে তার ভাইয়ের ছেলে আব্দুর রহমানের মাধ্যমে বেতমোর ইউনিয়নের পশ্চিম রাজপারা গ্রামের আবদুল মজিদ ফকিরের ছেলে ইব্রাহীমের কাছ  থেকে  সাড়ে ৪ লাখ টাকা, উত্তর মিঠাখালী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লুৎফর রহমানের কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার এবং দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত শৈলেন সিকদারের ছেলে সুমন সিকদারের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা নিয়ে জাল ভিসায় তাদেরকে বাহরাইনে নিয়ে যায়। পরে ওই তিন জনই প্রতারিত হয়ে বাহরাইন থেকে দেশে ফিরে আসে। এঘটনায় প্রতারিত তিন জন হাফিজকে আসামি করে পৃথক আরও তিনটি মামলা করেন।

আরও পড়তে পারেন: বাহরাইনে ‘কোটি কোটি’ টাকা আত্মসাৎ, শ্রীমঙ্গলে গ্রেফতার

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন