X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘দেশের ৯০ ভাগ পরিবারের কেউই চাকরি পায়নি’

নোয়াখালী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ১৯:১৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৯:১৭

মাইজদীতে লাল পতাকা মিছিল সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের ৯০ ভাগ পরিবারের কেউই চাকরি পায়নি বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক দল বাসদের (মার্কসবাদী) নেতারা। তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে প্রত্যেক পরিবারে একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ দেশের ৯০ ভাগ পরিবারের কেউই চাকরি পায়নি। ঘুষ, দুর্নীতি ছাড়া চাকরি পাওয়া যায় না। কোটি কোটি মানুষ বেকার। লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিত বেকার।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে সমাজতান্ত্রিক দল বাসদের (মার্কসবাদী) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা কমিটির সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এর আগে জেলা শহর মাইজদীতে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়।

সমাবেশে নোয়াখালী জেলা আহ্বায়ক দলিলুর রহমান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সাইফুজ্জামান সাকন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি মোবারক করিম, সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন ও নারী মুক্তি কেন্দ্র জেলা কমিটির সংগঠক স্বর্ণালী আচার্য প্রমুখ।

বক্তারা আরও বলেন, ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হলেও অধিকার বঞ্চিত রয়েছে জাতি। যারা উৎপাদন করছে তারা দিন দিন দারিদ্রসীমার নিচে বসবাস করছে। আর এক শ্রেণির মানুষ শুধুই টাকার পাহাড় নির্মাণ করছে। দেশে গুম, খুন, ধর্ষণ নির্যাতন বেড়ে চলছে। স্বাধীন হয়েও আজ পরাধীন জাতিতে পরিণত হয়েছে দেশের মানুষ। দেশে পুঁজিবাদী, ফ্যাসিবাদী শাসন চলছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রায় নেই। সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

বক্তারা সরকারের নির্বাচনি ইশতেহার মতে অবিলম্বে নতুন নতুন কলকারখানা নির্মাণ করা ও সরকারি শূন্য পদে মেধার ভিত্তিতে লোক নিয়োগ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে পুঁজিবাদ বিরোধী লড়াইয়ে বিপ্লবী দল বাসদের (মার্কসবাদী) পতাকা তলে সকল শ্রেণি-পেশার মানুষকে সমবেত হওয়ারও আহ্বান জানান।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত