X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট: হানিফ

কুমিল্লা প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৭:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৯:২৯

কৃমিল্লায় মাহবুবউল আলম হানিফ (ছবি: প্রতিনিধি) আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট। মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা কখনও মনেপ্রাণে চাননি তিনি। সেই জিয়াউর রহমানের গঠিত রাজনৈতিক দল বিএনপি ও তাদের শরীক দল জামায়াতে ইসলামী পাকিস্তানের আদর্শে বিশ্বাসী। সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরির কারখানা পাকিস্তানই পরিচালনা করছে তাদের।’ বুধবার (২২ নভেম্বর) কুমিল্লা নগরীর টাউনহল মাঠে কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে লক্ষ্য করে আওয়ামী লীগের এই নেতার ভাষ্য, ‘দেশে আওয়ামী লীগ এমন কোনও অবস্থা তৈরি করেনি যে, বাংলাদেশের জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। এমনকি এই দলকে টেনেহিঁচড়ে অসম্মানজনকভাবে ক্ষমতা থেকে নামানোর শক্তি বাংলাদেশের কোনও রাজনৈতিক দলের নেই। জনগণ সবসময় আওয়ামী লীগ ও সরকারের পক্ষে আছে। জনগণ যখন পক্ষে থাকবে তখন আর কেউ ক্ষমতা থেকে অপমানজনকভাবে সরাতে পারবে না। তাই কোনও ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলবেন না।’

মাহবুবউল আলম হানিফের দাবি, আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটানো, অসম্মানিত করে বিদায় করার সেই শক্তি বাংলাদেশের অন্য কোনও রাজনৈতিক দলের আছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ আছে বলে মনে করেন তিনি।
গত ২০ নভেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এখন দুটি পথ খোলা আছে। হয় তিনি সম্মানজনকভাবে ক্ষমতা ছেড়ে দেবেন। না হয় তাকে অসম্মানজনকভাবে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে।’
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় কুমিল্লার টাউনহল মাঠে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, দলবদলের পল্টিবাজ হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। যেটাকে বাংলাদেশের আঞ্চলিক ভাষায় বলা হয় ডিগবাজি। তার চেয়ে নিম্নরুচি সম্পন্ন রাজনীতিবিদ বাংলাদেশে আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। সেই ধরনের একজন ব্যক্তি সরকার সম্পর্কে এমন উক্তি করলে তা জনগণের কাছে ধৃষ্টতা বলেই মনে হয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের কথায়, ‘খালেদা জিয়ার সঙ্গে মওদুদ আহমদ চট্টগ্রাম যাওয়ার পর ফেরার সময় কুমিল্লায় দুর্ঘটনা হয়। তখন কুমিল্লা হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সেই সময় তাকে ফেলে রেখেই এরশাদের মন্ত্রিসভায় যোগ দেন মওদুদ। এটা তার একটা অভূতপূর্ব দক্ষতা! রাজনীতিতে পল্টি খাওয়া ও এই দল থেকে ওই দলে যাওয়ার মতো এত দক্ষ লোক বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। ভবিষ্যতে তার মতো এমন কাজ আর কেউ পারবে কিনা সন্দেহ আছে। মওদুদ সাহেব একজন পল্টিবাজ, দুর্নীতিবাজ।’

কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশারের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রেলমন্ত্রী মজিবুল হক।
সম্মেলনে আরও অংশ নেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান রফি রাজু, কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল প্রমুখ।

/এফএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ