X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গৌরীপুরে ইউএনও’র বাসভবনে বোমা নিক্ষেপ, ১৪৪ ধারা

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১৬:৪৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৬:৪৯

 

ইউএনও’র বাসভবনে পেট্টোল বোমা নিক্ষেপ ময়মনসিংহের গৌরীপুরে যুবলীগের কাউন্সিলকে ঘিরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনসহ পাঁচটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শহরের শহীদ হারুন পার্ক, বঙ্গবন্ধু চত্বরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।

গৌরীপুরের ইউএনও মর্জিনা আক্তার বলেন, ‘১৪ বছর পর গৌরীপুর উপজেলা কাউন্সিলকে কেন্দ্র করে আমার বাসাসহ পাঁচটি স্থানে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের শহীদ হারুন পার্ক, বঙ্গবন্ধু চত্বরসহ আশপাশের এলাকায় মাইকিং করে দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবন, উত্তর বাজার, সিনেমা হল মোড়, বালুয়া পাড়া মোড়, মধ্যম তরফ মোড়ে কে বা কারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে ধারণা করা হচ্ছে যুবলীগের কাউন্সিলকে কেন্দ্র করে এমনটি হয়েছে।

ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। বোমা নিক্ষেপকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পেট্টোল বোমায় কেউ আহত হয়নি বলেও জানান ওসি।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আমজাদ আলী বলেন, ‘বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠান গৌরীপুর বাজারে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের বাসার পেছনের দিক থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এরপর আগুন ধরে যায়।’

ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, কী কারণে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন জানান, যুবলীগের সম্মেলন পণ্ড করতে কোনও একটি পক্ষ এই ঘটনা ঘটাতে পারে। পুলিশি তদন্তে বোমা বিস্ফোরণের রহস্য উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ