X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ ডিসেম্বর ২০১৭, ২২:১৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২২:২৫

বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ নগর আওয়ামী লীগের নেতারা

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির জীবনের এক বেদনাঘন দিন। দিনটিকে গভীর বেদনার সঙ্গে স্মরণ করেছেন চট্টগ্রামবাসীও।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার) নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। এর মধ্যে ছিল ভোরে শহীদ বেদী ও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, সন্ধ্যায় মোমবাতি প্রজ্জালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুষ্পমাল্য অর্পণ করা হচ্ছে সিটি করপোরেশনের পক্ষ থেকে

আজ সন্ধ্যায় উদীচী, খেলাঘরসহ প্রগতিশীল ৫টি সংগঠনের উদ্যোগে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে প্রদীপ জ্বালানো হয়। এসময় সংগঠনগুলোর যৌথ উদ্যোগে সেখানে আলোচনা সভা, গণসংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে নগরীর বধ্যভূমি ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, মহানগর ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। পরে এসব সংগঠন নিজ নিজ ব্যানারে পৃথক আলোচনা সভার আয়োজন করে। ভোরে পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জালন

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী এ দেশীয় ঘাতক-দালাল এখনও দেশের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে দেশকে আবারও পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া অপচেষ্টা চালাচ্ছে। সেই স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে হবে। চট্টগ্রামে মুক্তিযুদ্ধের যেসব স্মৃতিচিহ্ন আছে সেগুলো সুরক্ষার দাবিও জানান তারা।

বক্তারা আরও বলেন, শহীদদের স্মরণে চট্টগ্রামে এখনও কোনও স্মৃতিসৌধ নির্মিত হয়নি। এটি আমাদের জন্য লজ্জাজনক। স্বাধীনতার এত বছরেও পাহাড়তলী বধ্যভূমি দখলমুক্ত করা সম্ভব হয়নি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী