X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

গৌরীপুরে বিজয় মিছিলে পেট্রোল বোমা হামলা, আহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ০১:২৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ০১:৫০
image

গৌরীপুরে বিজয় মিছিলে পেট্রোল বোমা হামলা, আহত ২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে বিজয় দিবসের মিছিলে পেট্রোল বোমা হামলার ঘটনায় রিকশাচালকসহ ২ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে রিকশাচালক গুরুতর আহত হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. ফাতিহা ইয়াসমিন অন্তরা জানান, রিকশাচালক মতি মিয়ার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। সময় মতো গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর শরীরে স্যালাইন দেওয়ায় গভীর কোনও ক্ষত হয়নি।

তার অবস্থা আশঙ্কামুক্ত উল্লেখ করে ডা. ফাতিহা জানান, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে, রবিবার হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জনের পরামর্শ নেওয়া হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাহগঞ্জ এলাকার সোহাগ মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে শাহগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল নিয়ে শাহগঞ্জ বাজার প্রদক্ষিণ করার সময় শাহগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তিরা ৬/৭টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে মিছিল ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় রিকশা নিয়ে বসে থাকা ফুলবাড়িয়া গ্রামের মতি মিয়া ও শাহগঞ্জ বাজারের দোকানি রফিকুল ইসলাম আহত হয়।

গৌরীপুরে বিজয় মিছিলে পেট্রোল বোমা হামলা, আহত ২

আহত মতি মিয়ার ছোট ভাই রইস মিয়া জানান, বোমা হামলায় তার ভাই মতি মিয়ার রিকশাটিও পুড়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেছেন তিনি।

শাহগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, বিজয় মিছিলকে লক্ষ্য করেই হামলাকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। জড়িতরা পুলিশের নিরপেক্ষ তদন্তে বের হয়ে আসবে বলে জানান তিনি।

পেট্রোল বোমা হামলার কথা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজি জানান, হামলার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!