X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আ.লীগে যোগ দিলেন লালমনিরহাট বিএনপির সহ সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মী

লালমনিরহাট প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ২২:২৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৬

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজুর রহমানসহ দলের দুই শতাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ফুলের তোড়া দিয়ে আ.লীগে যোগ দিচ্ছেন বিএনপির সহ সভাপতি লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে জেলা বিএনপির সহ সভাপতি ফিরোজুর রহমান দলের দুই শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ প্রমুখ।

আওয়ামী লীগে যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ফিরোজুর রহমান বলেন, ‘জেলা বিএনপির সভাপতির স্বৈরাচারী ও অন্যায় আচরণের কারণে নেতাকর্মীরা বিএনপির রাজনীতি ছেড়ে যাচ্ছেন। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে তৃণমূলের নেতাকর্মীদের আবারও বিপদের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে জামায়াতের রাজনীতি থেকে বের হতে পারছে না বিএনপি।’

তিনি আরও বলেন, ‘বিএনপির এসব অশুভ কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। এখন থেকে আওয়ামী লীগই আমাদের শেষ ঠিকানা। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতেও মাঠে নিরলস কাজ করবো।’

বিএনপির নেতাকর্মীদের যোগদান নিয়ে প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট-২ আসনের সাংসদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সারাদেশে দলে দলে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করবে। বিএনপি নির্বাচনে না গেলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ