X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় কেন্দ্রীয় নেতাদের দৌড়ঝাঁপ

রংপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ০৭:০১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০৭:০৯

ঝণ্টু, বাবলা ও মোস্তফা (ফাইল ছবি)

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে ১৯ ডিসেম্বর। এ দিন যত এগিয়ে আসছে, নির্বাচনি মাঠে উত্তাপ ততই বাড়ছে। মেয়র প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। সমর্থকরাও ছুটছেন। বসে নেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), বিএনপির কেন্দ্রীয় নেতারাও। নিজ দলের প্রার্থীকে মেয়র বানাতে গণসংযোগে নেমেছেন তারাও।
গত ৩ দিন ধরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার পক্ষে রংপুর নগরীর বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তারা নগরীর বিভিন্ন এলাকায় কাওসার জামান বাবলাকে নিয়ে গণসংযোগ করছেন। রবিবার (১৭ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে ফের আশঙ্কা প্রকাশ করেন। তবে শেষপর্যন্ত নির্বাচনি মাঠে থাকবেন বলেও জানান।
এদিকে, জাতীয় পাটির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে গণসংযোগের জন্য শনিবার (১৬ ডিসেম্বর) রাতে রংপুর যান দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের। গভীর রাত পর্যন্ত নিজ দলের মেয়র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে অবস্থান করে তিনি শেষ মুহূর্তের গণসংযোগ কার্যক্রমের ব্যাপারে পরামর্শ দেন। রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জাতীয় পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।
জাতীয় পার্টির অন্য এক সূত্র জানায়, মোস্তাফিজার রহমান মোস্তফাকে সাহস যোগাতে আজ (রবিবার) রংপুর যাচ্ছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এরশাদের আগমনের খবরে তার দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এরশাদের যাওয়ার খবরে স্থানীয়দের মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এরশাদ রংপুর যাচ্ছেন, এ তথ্য দলটির কোনও সূত্র নিশ্চিত করেনি।

অন্যদিকে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পক্ষে প্রচারণার জন্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ হোসেনের নেতৃত্বে কয়েকজন কেন্দ্রীয় নেতা রংপুরে চার দিন অবস্থান করেন। এসময় তারা বিভিন্ন এলাকায় নিজ দলের মেয়র প্রার্থীর পক্ষে গনসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি সমাবেশও করেন। রবিবার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুখের নেতৃত্বে বেশ কয়েক জন নেতা রংপুরে গিয়ে ঝন্টুর সমর্থনে গণসংযোগ করেছেন।

/এমএ/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!