X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দলীয় প্রতীকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন: সেতুমন্ত্রী

সাভার প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ১৫:১৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৫:১৮

  সাভারে সাংবাদিক সঙ্গে কথা বলছেন সেতুমন্ত্রী                                          

এই প্রথম ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতিকেই হবে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যা এর আগে কখনও হয়নি। সেই সঙ্গে জনগণের উন্নয়নে যে কাজ করবে এবং গ্রহণযোগ্য হবে এমন প্রার্থীকেই মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দলীয় নেতা এমনকি শুধু সমর্থক থেকেও প্রার্থী হতে পারে বলে তিনি জানিয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে রাস্ত পারাপারের জন্য নব নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনে দল এবং দলের বাইরে আওয়ামী লীগ সমর্থক একাধিক ভালো প্রার্থী রয়েছে। তাদের মধ্যে বিভিন্ন সংস্থার জরিপ এবং দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যে ব্যক্তি জনগণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে তাকেই প্রার্থী করা হবে বলে মন্ত্রী জানান।

মন্ত্রী বলেন, ‘বিএনপির ঘরেই গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশের গণতন্ত্র নিয়ে কাজ করবে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপির বড় নেতারা কারাগার থেকে বেরিয়ে আসলেও, ছোট নেতাদের কোনও খোঁজ নেয় না বলে তিনি সমালোচনা করেন।

পদ্মা সেতুর কাজ সময় মতো শেষ হবে কিনা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কাজ যথা সময়ে শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে চলছে। পাশাপাশি ফুট ওভার ব্রিজ ব্যবহারের জন্য জনগণকে অনুরোধ করেন তিনি। এছাড়া শীতে কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে, তাই নূন্যতম গতিবেগে গাড়ি চালানোর জন্য চালকের প্রতি নির্দেশ দেন মন্ত্রী। এর আগে সকালে সাভারের নবীনগরে আরও একটি ফুট ওভার ব্রিজ উদ্বোধন করেন মন্ত্রী। মোট ১৮ কোটি টাকা ব্যয়ে দুইটি ফুট ওভার ব্রিজ ও হেমায়াতেপুর বাস স্ট্যান্ডের ৮ লেনের সড়ক উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীসহ সড়ক ও জনপথের ঊধ্বর্তন কর্মকর্তারা।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত