X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জনপ্রতিনিধির বিরুদ্ধে জনপ্রতিনিধিদের ভোট

দিনাজপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ১০:৫৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১১:০২

দিনাজপুর দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভোট দিয়েছেন ১৪ জনপ্রতিনিধি। মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীলের উপস্থিতিতে এই অনাস্থা ভোট সম্পন্ন হয়।

একজন উপজেলা চেয়ারম্যান, একজন মেয়র, দুই জন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ভোটের ভোটার সংখ্যা মোট ১৫ জন। তবে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম তার ভোটাধিকার প্রয়োগ করেননি এবং তিনি অনুপস্থিত ছিলেন। বাকি ১৪ জনই উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে ভোট দেন।

জানা যায়, সম্প্রতি দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন অভিযোগে বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে রংপুর বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়। বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ১২ জনের স্বাক্ষর ছিল অভিযোগে। এরপরই রংপুর বিভাগীয় কমিশনার ওইসব জনপ্রতিনিধির ভোটের ব্যবস্থা করেন।

এর আগে গত ২০ ডিসেম্বর রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মিনু শীল উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত ও সাক্ষগ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণের পর অতিরিক্ত কমিশনার (সার্বিক) মিনু শীল উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামকে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেন। পরে উপজেলা চেয়ারম্যান লিখিত জবাব দাখিল করেন।  কিন্তু লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ও অনাস্থা প্রস্তাবের ওপর গোপন ভোটের ব্যবস্থা করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল জানান, অনিয়ম ও অনাস্থা এনে আবেদনকারীদের ১৪ জন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ফলাফলটি রেজুলেশন আকারে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হবে। মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংগঠন বীরগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানান, ‘আমরা জনপ্রতিনিধি হয়ে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ভোট দিয়েছি তা দুঃখজনক। কিন্তু তিনিই এ পরিস্থিতি তৈরি করেছেন। বাধ্য হয়ে আমরা এ কাজ করেছি।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম কোনও মন্তব্য করতে রাজি হননি।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!