X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনে না এলে বিএনপি নামের পার্টি হারিয়ে যাবে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২০:৪৮





জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচনে না এলে বিএনপি নামের পার্টি হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। দয়া করে এবার পালিয়ে যাবেন না। দয়া করে মাঠ ছাড়বেন না। পালানোর অভ্যাস ত্যাগ করুন। রেফারি থাকবে নির্বাচন কমিশন। জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে, আমরা মেনে নেব। তবে নির্বাচন ছেড়ে পালাবেন না। মাঠ ছেড়ে পালাবেন না।’
শনিবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার রংমেহের স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪৭তম বিজয় দিবস ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। এবার নির্বাচন বন্ধ করতে পারবে না। যদি আসে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। কারণ ভোটের বিকল্প ভোট। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র। আর তত্ত্বাবধায়ক সরকার, এটা মরে গেছে। মরে গিয়ে কবরে চলে গেছে। কোনও ফর্মুলায় আর কাজ হবে না। আর আলোচনা? কোনও খুনির সঙ্গে আলোচনা হবে না। আলোচনা হবে বাংলার জনগণের সঙ্গে।’
তিনি আরও বলেন, ‘এ নির্বাচন আপনার-আমার ভাগ্যের নির্বাচন। এ নির্বাচন বলে দেবে পদ্মা সেতু হবে, নাকি হবে না। যদি ভুল করেন, তাহলে পদ্মা সেতু হবে না। অন্ধকার নেমে আসবে আপনাদের জীবনে।’
জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জনসভায় সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, টঙ্গিবাড়ী উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী