X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আলুক্ষেতে লেটব্লাইট রোগ, লোকসানের আশঙ্কায় কৃষক

বগুড়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ০৫:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ০৫:২৯

বগুড়া

তীব্র শীত ও ঘন কুয়াশায় বগুড়ার বিভিন্ন এলাকায় আলুক্ষেতে পাতা পচা বা লেটব্লাইট রোগ দেখা দিয়েছে। ছত্রাকনাশক স্প্রে করেও কাজ হচ্ছে না। বারবার স্প্রে করতে গিয়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা মৌসুমের শুরুতেই লোকসানের আশঙ্কা করছেন। এতে কৃষকদের মাঝে অস্বস্তি দেখা দিলেও কৃষি বিভাগ বলছে, এখনই ফলন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক জানান, গত কয়েকদিনের তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে তার এলাকার প্রায় ৩০ ভাগ আলুক্ষেতে লেটব্লাইট রোগ দেখা দিয়েছে। কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।

একই এলাকার কৃষক আবু বক্কর জানান, বালাকৈগাড়ি, জঙ্গলপাড়, গোপালবাড়ি, কদিমপাড়া, চালিতাবাড়িসহ বিভিন্ন গ্রামে ক্ষেতে পাতা পচা রোগ দেখা দিয়েছে। এ রোগে আলুর গাছ ও পাতা বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে।

শাখারিয়ার জানেরপাড়া গ্রামের কামাল হোসেন জানান, এবার তিনি ৫ বিঘা জমিতে আলু চাষ করেছেন। তার জমিতে লেটব্লাইট রোগ দেখা দিয়েছে। তিনি গত ১০ দিনে জমিতে ৫-৬ দফা ছত্রাকনাশক স্প্রে করেছেন। আর কতবার করতে হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না।

তিনি বলেন, ‘আগাম জাতের আলু চাষ করে অন্যান্য বার লাভবান হলেও এবার আলুর ফলন নিয়েই চিন্তিত। লেটব্লাইট রোগ নিয়ন্ত্রণ করা না গেলে ফলন কমে যাবে।’

সদরের তিলাপাড়ার কৃষক সাইফুল ইসলাম জানান, তার দেড় বিঘা জমিতে আলু চাষ করেছেন। গত বছর লোকসান হয়েছিল। এবার সে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করেছিলেন। কিন্তু জমিতে লেটব্লাইট রোগ দেখা দেওয়ায় তিনি ফলন নিয়ে শঙ্কিত। এছাড়া বার বার ছত্রাকনাশক স্প্রে করায় তার উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। একই অবস্থা পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আলুক্ষেতের।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, এবার জেলায় মোট ৬৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রতিকূল আবহাওয়াসহ নানা কারণে চাষ হয়েছে ৫৮ হাজার ৫৬০ হেক্টর জমিতে। ফলন লক্ষ্যমাতা হলো ১৩ লাখ ৮৪ হাজার মেটিক টন। আগাম জাতের সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল; যা তোলা হয়েছে। এদিকে, তীব্র শীত ও ঘন কুয়াশা অব্যাহত থাকায় সদরের শাখারিয়া, শেখেরকোলা, রাজাপুর ইউনিয়ন এবং শিবগঞ্জের পিরব, বুড়িগঞ্জ ও জামুরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১৩ হাজার হেক্টর আলুক্ষেতে লেটব্লাইট রোগ দেখা দিয়েছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার জানিয়েছেন, কিছু এলাকার আলুক্ষেতে লেটব্লাইট রোগ দেখা দিলেও তা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কৃষকরা ছত্রাকনাশক স্প্রে করছেন। তিনি আশা করছেন, ফলন টার্গেট পূরণ হবে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ