X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১০০ টাকা চুরির সন্দেহে দুই শিশুকে হত্যা: একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৫৬

১০০ টাকা চুরির সন্দেহে দুই শিশুকে হত্যা: একজনের মৃত্যুদণ্ড কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ টাকা চুরির সন্দেহে সহোদর দুই শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বুধবার (২৪ জানুয়ারি) এই আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হেসিয়ারা গ্রামের আবুল হাসেমের ছেলে শেখ ফরিদ (২৮)। তিনি চৌদ্দগ্রামের বিজয়পুর গ্রামের রাজার মা‘র দিঘীর পাহারাদার ছিলেন। নিহত দুই শিশুর বাবা ছেরু মিয়া তার সঙ্গে পাহারাদারের কাজ করতেন।
মামলার বিবরণে জানা যায়- শেখ ফরিদের পকেট থেকে ১০০ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া গ্রামের ছেরু মিয়ার দুই শিশু সন্তান মো. জাকির হোসেন (১০) ও আব্দুল করিমকে (১২) মিলাদ মাহফিল থেকে ডেকে নিয়ে গলাটিপে ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফরিদ। পরে বিজয়পুর গ্রামের রাজার মা‘র দিঘীর দক্ষিণ পাড়ের কবরস্থানের পাশে জঙ্গলে লাশ লুকিয়ে রাখে।

এ ব্যাপারে জাকির ও করিমের বাবা বাদী হয়ে শেখ ফরিদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও এসআই কাজী আব্দুল শুক্কুর মামলার তদন্ত করে শেখ ফরিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০০৮ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ ফরিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের অতিরিক্ত পি.পি. অ্যাড. মো. রাজ্জাকুল ইসলাম খসরু এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. শামীম আরা শিমু।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ