X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাবিতে বামদের সমাবেশ ছত্রভঙ্গ করার চেষ্টার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

রাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১৬:২০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৬:২৫

রাবিতে বামদের সমাবেশ ছত্রভঙ্গ করার চেষ্টার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম নেতাকর্মীদের আয়োজিত এক সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছিল বামরা। বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে রাবি প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসে। এরপর তারা সেখানে সমাবেশ করছিল। এসময় সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানিয়ে মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসলে সেখানে অবস্থানরত সমাবেশকারীদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। রাবি ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ফেরদৌস মো. শ্রাবণকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাম নেতাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায়। এরপর তারা মিছিল নিয়ে দলীয় টেন্টে গিয়ে সমাবেশ করেন।

প্রগতিশীল ছাত্রজোটের ওই সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শাকিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি লিটন দাস, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফিদাল মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছিলাম। কিন্তু ছাত্রলীগ হুট করেই সেখানে মিছিল নিয়ে আসে। আমরা তাদের মিছিলের জন্য রাস্তা ছেড়ে দেই। কিন্তু তারা আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে আমরা কোনও প্রতিক্রিয়া দেখাইনি। কারণ তারা গায়ে পড়ে ঝামেলা করার জন্য এটা করেছে।’

ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমাদের নেতাকর্মী বেশি তাই অনিচ্ছাকৃতভাবে ধাক্কা লাগতে পারে। তবে ইচ্ছাকৃতভাবে এটা করা হয়নি।’

রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা তাদের অনেক ছাড় দেই। তারা ছাত্রলীগ নিয়ে কটূ কথা বলছিল। আজকে আমরা সহনশীল আচরণ করেছি। কিন্তু এরপরে আমরা অ্যাকশনে যাবো।’

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এই আন্দোলনে ছাত্রীদেরকে উত্ত্যক্ত করা ও নিপীড়ন করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের এমন নিপীড়নের বিরুদ্ধে শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার উপাচার্যকে সাধারণ শিক্ষার্থীরা অবরুদ্ধ করলে ফের শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন- 

চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা

ছাত্রলীগের হামলায় সিলেটে ছাত্রফ্রন্টের ১০ নেতাকর্মী আহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ