X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কলাইয়ে স্কুলছাত্রী ধর্ষণ: ১৩ মাস পর এক আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৮

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ধর্ষণ মামলার আসামি হারুন জয়পুরহাটের কালাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়েরের ১৩ মাস পর ওই মামলার তিন আসামির মধ্যে একজনকে গ্রেফতার করেছে জয়পুরহাট গোয়েন্দা পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বগুড়ার গোদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অন্য দুই পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার আসামির নাম হারুনুর রশিদ। সে কালাই উপজেলায় মাত্রাই গ্রামের হাবিবুর রহমান মাস্টারের ছেলে। মামলার পলাতক অন্য দুই আসামি একই গ্রামের সবুজ ও পলাশ।
জানা গেছে, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর ভোরে দুর্বৃত্তরা কালাইয়ের ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে হত্যার জন্য কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে কালাই থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ঢামেক হাসপাতালে তিন মাস ২২ দিন চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে ওঠে ওই ছাত্রী। এসময় সে আদালতে দেওয়া জবানবন্দিতে ওই ঘটনায় জড়িত হিসেবে বানদীঘি গ্রামের সবুজ, পলাশ ও হারুনের নাম উল্লেখ করে।
এদিকে, ওই স্কুলছাত্রী কিছু সুস্থ হয়ে উঠলে আসামিরা গ্রাম থেকে পালিয়ে যায়। পুলিশ একাধিক অভিযানেও তাদের গ্রেফতার করতে পারেনি। পরে মামলাটি গত বছরের ২২ আগস্ট গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঞ্চল্যকর ওই ঘটনায় জড়িত তিন আসামির মধ্যে হারুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।’ অন্য দুই আসামি সবুজ ও পলাশকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন-

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক ছাত্রের দুই বছরের কারাদণ্ড
মেসেঞ্জারে প্রশ্নপত্র ও উত্তর, দিনাজপুরে ২ পরীক্ষার্থী বহিষ্কার

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট
জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট
ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে  নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন
প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি
প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক