X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আত্মহত্যা করিনি, আমায় হত্যা করা হয়েছে’

বগুড়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৯

রাইয়ান রাব্বী তাসিন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের পাঁচতলা থেকে লাফিয়ে পড়া নবম শ্রেণির ছাত্র রাইয়ান রাব্বী তাসিন (১৬) মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক দাবি করেছেন, পারিবারিক হতাশা থেকে তাসিন আত্মহত্যার জন্য ঝাঁপ দেয়। তাসিনের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লেখা রয়েছে, ‘আমি আত্মহত্যা করিনি, আমায় হত্যা করা হয়েছে’।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আজিজ মন্ডল তাসিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাসিন ব্যবসায় শিক্ষা বিভাগে ক্যামেলিয়া শাখায় (রোল-২৫৬) পড়তো। স্কুলের সিসিটিভি ফুটেজে তাসিনের ঝাঁপ দেওয়ার দৃশ্য পাওয়া গেছে।’ ময়নাতদন্তের জন্য তাসিনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক তাসিনের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও তার পরিবার থেকে এ ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সহপাঠী ও এলাকাবাসী বলেছেন, সৎমায়ের সংসারে অশান্তি ও ভালোবাসা দিবসে প্রেমিকা কথা না বলায় সে বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলে। সহপাঠীরা জানায়, তার বাবার সংসার ছেড়ে মা চলে যাওয়ার পর সৎমায়ের সঙ্গে তাসিনের সম্পর্ক ভালো ছিল না। এছাড়া এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি ওই মেয়ে তাকে এড়িয়ে চলতো। ভালোবাসা দিবসে সে কোনও কথা বলেনি। এসব কারণে তাসিন ফেসবুকে তার হতাশা প্রকাশ করে। স্ট্যাটাসে সে লেখেছে— ‘আমি আত্মহত্যা করিনি, আমায় হত্যা করা হয়েছে’, ‘ব্যথাপূর্ণ জীবন দেওয়ায় আল্লাহকে ধন্যবাদ’, ‘সকলকে বিদায়’। তাসিনের ফেসবুক স্ট্যাটাস

স্থানীয়রা জানান, রাইয়ান রাব্বী তাসিনের বাবা বগুড়া শহরের শিববাটি এলাকার ব্যবসায়ী জুয়েল হোসেন সোহাগ নিউমার্কেটে কসমেটিকস ব্যবসায়ী। দাম্পত্য কলহে ৮-১০ বছর আগে স্ত্রী নিলুফা ইয়াসমিন নিপার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। নিপার ছেলে রাইয়ান রাব্বী তাসিন তার বাবার কাছে থেকে যায়। জুয়েল হোসেন সোহাগ পরে দ্বিতীয় বিয়ে করেন।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল সদর থানায় বৃহস্পতিবার ওই ঘটনার পর একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, রাইয়ান রাব্বী তাসিন ক্লাসে প্রায় সময় আনমনা থাকতো। সহপাঠীদের সঙ্গে ঠিকমতো কথা বলতো না। পারিবারিক কলহের কারণে মাঝে মাঝে ঘুমের ওষুধ ও নেশাজাতীয় পানীয় পান করতো। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্কুল ছুটি হয়ে যায়। ২টা ২২ মিনিটের দিকে তাসিন প্রতিষ্ঠানের পশ্চিম পাশের পাঁচতলা ভবনের ছাদে ওঠে। সেখান থেকে লাফ দিয়ে মাঠের মধ্যে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। জিডির কপি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক নাঈম আহমেদ দিপু জানান, তাসিনের মাথায় আঘাত, কোমর ও দুই হাত ভাঙা এবং বাম পাশ থেঁতলানো ছিল। পর্যবেক্ষণের জন্য তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।’

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, তাসিনের বাবা জুয়েল হোসেন থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন। তাতে লিখেছেন অজ্ঞাত করণে তার ছেলে আত্মহত্যা করেছে। ওসি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের রিপোর্টে লিখেছেন, পড়ে গিয়ে (ফল ডাউন) মারা গেছে। এছাড়া ভিডিও ফুটেজে তার আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য তার পরিবারকে দেওয়া হয়েছে।

 

/এনআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ