X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৯

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান খাঁন কামাল (ছবি- প্রতিনিধি)

বিএনপির কোনও শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘আমরা কোনও শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দেই না। যেখানে সমাবেশের আয়োজন করলে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় না, সেখানে বিএনপি সমাবেশ করতে চাইলে করতে পারে।’

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মিলনায়তনে সাবেক উপমন্ত্রী আলহাজ হুময়ান কবীরের আত্মজীবনীমূলক বই ‘আমার জীবন স্মৃতি-২’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘খালেদা জিয়ার সামনে পুলিশকে বেধড়ক পেঠানো হলো। পুলিশের রাইফেল এবং প্রিজনভ্যান ভাঙা হলো, আসামি ছিনিয়ে নেওয়া হলো। তারপরও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, গুলি করেনি। অত্যন্ত দায়িত্বশীলতা এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছে তারা।’

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন– ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনির-উজ-জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ রাজনৈতিক এবং সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকের পাড়াস্থ সদর সার্কেল অফিসের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনও সুযোগ নেই।’

বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আইন অনুযায়ী যা হবার তাই হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বান্দরবানে দুই উপজেলা নির্বাচনে জয় পেলেন যারা
বান্দরবানে দুই উপজেলা নির্বাচনে জয় পেলেন যারা
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
সড়কে নিম্নমানের বিটুমিন: ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়ক পরিদর্শন দুদকের
সড়কে নিম্নমানের বিটুমিন: ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়ক পরিদর্শন দুদকের
গণমাধ্যমের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: আরাফাত
গণমাধ্যমের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: আরাফাত
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন