X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা ও চট্টগ্রাম থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ট্রেন চলছে

মৌলভীবাজার প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৬

শ্রীমঙ্গলে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকা ও চট্রগ্রাম রেলরুটে ট্রেন চলাচল করছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘আন্ত:নগর উপবন ট্রেনের ১১টি বগি লাইনচ্যুতের পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সিলেট আখাউড়া রেল সেকশনের সিলেট রুটের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যাত্রীদের সুবিধার্থে সব ধরনের ট্রেন চালু রয়েছে।’

বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি মৌলভীবাজারের সাতগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনের একটি আন্ডারগিয়ার ভেঙে পড়ায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানান বাংলাদেশ রেলওয়ের সিলেট অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী মো. মুজিবুর রহমান। লাইন ব্যবহার উপযোগী হতে আরও সময় লাগবে বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার রাত থেকে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকায় কয়েকশ যাত্রী দুর্ভোগে পড়েছেন। শ্রীমঙ্গলের ট্রেন যাত্রী মো. ফয়েজ আহমদ মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্রগ্রাম-ঢাকা যেতে বাসের কোনও টিকিটই পাওয়া যাচ্ছে না। এতে ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।’

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের গার্ড মো. সোহেল আহমদ বাংলা ট্রিবিউনকে মুঠোফোনে বলেন, ‘পাহাড়িকা দুপুর ১টার দিকে চট্রগ্রামে অভিমুখে যাত্রা করবে। শুধু পাহাড়িকা ট্রেন নয়, যাত্রী সাধারণের সুবিধার্থে এখান থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেন ও আন্তঃনগর কালনী ট্রেন এবং রাতে আন্তঃনগর উদয়ন ট্রেনসহ সবধরণের ট্রেন চলাচল করছে। তবে সাতগাঁও রেল স্টেশনে লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধার ও লাইন ক্লিয়ার না পাওয়া পর্যন্ত সিলেটমুখী সব ধরণের ট্রেন বন্ধ থাকবে।’

আরও পড়ুন- সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শিগগিরই চালু হচ্ছে না

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী