X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন রিমন

ফরিদপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ২০:১৮আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২০:২৩

এস এম মাহমুদুর রহমান রিমন নেপালের কাঠমান্ডুতে নিহত ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের মধ্যে ছিলেন ফরিদপুরের এস এম মাহমুদুর রহমান রিমন (৩২)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। অফিসের কাজে নেপাল যাচ্ছিলেন তিনি। রিমনের আয়েই চলতো পুরো পরিবার। পরিবারের বড় সন্তানকে হারিয়েছে এখন বিহ্বল পুরো পরিবার।

ফরিদপুরের নগরকান্দা উপজলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের শাহ মো. মশিউর রহমান নিরু মিয়ার বড় ছেলে রিমন। তার মৃত্যুর বিষয় জানার পরপরই বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো পরিবার।

রিমনের বাড়িতের গিয়ে দেখা যায় তার মা লিলি বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। একমাত্র ভাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। আর কোনও কথাই বলতে পারছেন না বাবা মশিউর রহমান। শোকাহত পুরো গ্রামবাসী। তার লাশ শনাক্ত করতে স্বজনরা নেপাল গেছেন।    বাকরুদ্ধ হয়ে পড়েছেন রিমনের বাবা     

রিমনের চাচা শাহ মো. আফতাব উদ্দিন জানান, রিমন লেখাপড়া শেষ করে প্রায় সাত বছর আগে ঢাকায় রানার অটোমোবাইলস লিমিটড কাম্পানিতে চাকরি নেন। তিনি প্রধান কার্যালয়ে সিনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানের কাজে রিমন নেপাল যাচ্ছিলেন।

তিনি আরও জানান, ছয় বছর আগে রিমন বিয়ে করেন। রিমনই বাবা-মায়ের পরিবারের সব খরচ বহন করতেন। দুই মাস আগে তিনি সর্বশেষ বাড়ি এসেছিলেন।

রিমনের আরেক চাচা এস এম জালালউদ্দিন বলেন, বিমান বিধ্বস্তের পর আহত অবস্থায় রিমনকে নেপালের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কথা শুনেছি। এ ব্যাপারে আমরা যোগাযোগ চালিয়ে যাছি।’

 

/এফএস/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ