X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে কলেজছাত্রী ধর্ষণ, গ্রেফতার ৩

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ২০:১৪আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২১:৩৭

ধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন জন কুড়িগ্রামে এক কলেজছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে হৃদয় হাসান সুমন নামে একজন  বৃহস্পতিবার (১৫ মার্চ) আদালতে ধর্ষণের কথা স্বীকার করেছে। এছাড়া গ্রেফতার মাসুদ ও তারাপদ নামে অপর দুই যুবকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কুড়িগ্রাম সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. রওশন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুড়িগ্রামের একটি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে সদর উপজেলার মোঘলবাসা ইউনিয়নের বানছারাম গ্রামের কামরুল নামের এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কামরুল ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতো। প্রেমের সূত্র ধরে তারা ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। বুধবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে শ্যামলী পরিবহনের একটি গাড়িতে তাদের ঢাকা যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী সন্ধ্যায় মেয়েটি বাড়ি থেকে বের হয়ে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আরডিআরএস বাজার সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করতে থাকে। এসময় কিছু বখাটে তিনটি মোটরসাইকেলে এসে মেয়েটিকে জোর করে পার্শ্ববর্তী কাঁঠালবাড়ী ইউনিয়নের উৎসাহীপুর গ্রামের একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে আট থেকে ১০ জন যুবক তাকে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী বলেন, ‘আমি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ওই ছাত্রীকে পুলিশি পাহাড়ায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও মেয়েটি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন ওই ছাত্রীর মা ও স্বজনরা।

যৌন নির্যাতনের শিকার ওই তরুণীর মা বলেন, ‘কামরুল যদি আমার মেয়েকে ঢাকা নিয়ে যাবে, তাহলে সঙ্গে করে নিল না কেন? রাতের বেলা একা একজন মেয়েকে সে কেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে বলবে? আমার সন্দেহ, এ ঘটনার পেছনে কামরুলের ষড়যন্ত্র আছে।

হাসপাতালে ওই তরুণীর সঙ্গে থাকা তার এক স্বজনরা জানান, আমরা চাই কামরুলকেও আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। 

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ওসি মো. রওশন কবীর (ভারপ্রাপ্ত) জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার মেয়েটি বাদী হয়ে তিন জনের নামসহ অজ্ঞাত আরও ৪/ ৫ জনের কথা উল্লেখ করে সদর থানায় মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে বৃহস্পতিবারই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, মেয়েটির প্রেমিক কামরুলের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে নির্যাতনের শিকার ওই তরুণীকে দেখতে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে গিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা.সুলতানা পারভীন। তিনি ট্রিবিউনকে বলেন, ‘মেয়েটির চিকিৎসার ব্যাপারে সুব্যবস্থা করার জন্য সিভিল সার্জনকে বলা হয়েছে। মেয়েটি যাতে তার লেখাপড়া স্বাভাবিকভাবে করতে পারে সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

ধর্ষকদের শাস্তির ব্যাপারে জেলা প্রশাসক আরও বলেন, ‘ইতোমধ্যে আটককৃত একজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আমি পুলিশ সুপারের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি, বাকিদেরও খুব শিগগিরই আটক করা হবে।’

 

/বিএল/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত