X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘একটি চক্র জয় বাংলা স্লোগান বদলে দিতে চেয়েছিল’

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৯:৩১আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৯:৩৩

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘একটি চক্র মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগান বদলে দিতে চেয়েছিল। তারা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয়। অথচ জিন্দাবাদ পাকিস্তানি শব্দ। ৭৫ থেকে তারা এ ষড়যন্ত্র করে আসছে।’

শনিবার (১৭ মার্চ) দুপুর ১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সেখানে শিশু কিশোর সমাবেশ, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আরও বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তরিত করা। তারা বাংলাদেশের ইতিহাস বিকৃত করতে চেয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা দেশের উন্নয়ন করছি। কিন্তু স্বাধীনতাবিরোধীরা তা মেনে নিতে পারছে না। তারা আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায়। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে।’

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু কেরানীগঞ্জবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে আবারও নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই যার যার স্থান থেকে মাঠে-ময়দানে কাজ করুন।’

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী, বাস্তা ইউপি চেয়ারম্যান হাজী আশকর আলী, কোন্ডা ইউপি চেয়ারম্যান  সাইদুর রহমান ফারুক চৌধুরী ও শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল প্রমুখ। এসময় প্রতিমন্ত্রী ১২শ’ শিক্ষার্থীর মাঝে মুজিব গ্রাফিক নোভেল বই তুলে দেন।

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ