X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খুবির ল্যাব টেকনিশিয়ান বরখাস্ত

খুলনা প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ২০:১০আপডেট : ২২ মার্চ ২০১৮, ২০:১৯

খুলনা বিশ্ববিদ্যালয়

দায়িত্বে অবহেলা, শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে অসদাচারণ করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব টেকনিশিয়ান সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে এ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বরখাস্তকৃত কর্মচারী হলো,বিশ্ববিদ্যালয়ের রসায়নবিজ্ঞান ডিসিপ্লিনের ল্যাব টেকনিশিয়ান এস এম নাজমুল ইসলাম।

গত ২০ মার্চ রেজিস্ট্রার কার্যালয় থেকেও পাঠানো এ সংক্রান্ত দুটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। সাময়িক বরখাস্তাদেশে ৩ জন শিক্ষকের অভিযোগ ছাড়াও ডিসিপ্লিন প্রধানের গুরুতর অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিভগের ডিন অফিসে উপস্থিত লোকজনের সামনে ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রেজাউল হককে পা জড়িয়ে ধরে তিনি বলেন,‘স্যার আমি যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারি বা ঘটতে পারে এ জন্য আপনি দায়ী থাকবেন।’ এ ধরণের অসদাচরণ আগেও ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক ও অন্য কয়েক জন শিক্ষকের সঙ্গে করার অভিযোগ রয়েছে। এ সব অভিযোগ ছাড়াও ডিসিপ্লিনের ল্যাবে কর্তব্যে অবহেলার পরিপ্রেক্ষিতে কয়েকজন শিক্ষক লিখিতভাবে ডিসিপ্লিন প্রধান বরাবর অভিযোগ করেছেন। রেজিস্ট্রার অফিস থেকে সে ব্যাপারে তাকে এর আগে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।সর্বশেষ গত ১৯ মার্চ ল্যাবে দায়িত্বরত থাকা অবস্থায় আনুমানিক বেলা ১২টায় ছাত্র-ছাত্রীদের সামনে ল্যাবে ক্লাস নেওয়ার সময় প্রভাষক নুসরাত তাজীন তনুর সঙ্গে অসম্মানজনক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। ওই শিক্ষক কয়েক বার মৌখিকভাবে তার আচরণ সংযত করার কথা বললেও ল্যাব টেকনিশিয়ান ঔদ্ধত্যপূর্ণ আচরণ চালিয়ে যান। এর পর তিনি অন্যান্য শিক্ষক ও বিভাগীয় প্রধানের সামনে অসঙ্গতিপূর্ণ আচরণ করেন এবং হুমকি দেন।

আরও পড়ুব: রূপসায় শুক্রবার আলিফের জানাজা ও দাফন


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ