X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

স্ত্রীর পাশে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সমাহিত

রাজশাহী প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ১৪:৪৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৫:৩১

 

মুক্তিযােদ্ধা নজরুল ইসলামকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় নেপালে বিমান দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের লাশ দাফন করা হয়েছে। রাজশাহী নগরীর কামারুজ্জামান চত্বর সংলগ্ন গোরহাঙ্গা কবরস্থানে স্ত্রী আখতারা বেগমের পাশে তাকে সমাহিত করা হয়।

শুক্রবার (২৩ মার্চ) জুমার নামাজ শেষে উপশহর ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ মাঠে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এমপি ফজলে হোসেন বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচ এম খায়রুজ্জামান লিটন, জেলা প্রশাসক এসএ কাদের, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান ও নজরুল ইসলামের মেয়ে জামাই অ্যাডভোকেট ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

জানাজার আগে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ১০টায় তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের বেগুনবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, সাবেক এমপি জিয়াউর রহমান প্রমুখ।

এর আগে ভোর ৬টায় লাশবাহী অ্যাম্বুলেন্সে নজরুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো একনজর নজরুল ইসলামের মরদেহ দেখার জন্য ছুটে আসেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ প্রতিবেশীরা।

গত সোমবার নজরুল ইসলামের স্ত্রীর লাশ দেশে আনা হয়।  

মেয়ে জামাই ইমরান হোসেন বলেন, ‘আমার শ্বশুর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ভারতের শিলিগুড়িতে ট্রেনিং করে ৭ নম্বর সেক্টরে যুদ্ধে করেছিলেন, যার সনদ–১৮৭১৬৯। মুক্তিযোদ্ধা আইডি নম্বর–০৫০২০৩০৩৭০, লাল মুক্তিবার্তা নং–০৩০৩০৪০১৫৫।’

খোঁজ নিয়ে জানা গেছে, নজরুল ইসলাম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) রাজশাহী ব্রাঞ্চের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার স্ত্রী আখতারা বেগম রাজশাহী সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষক। সম্প্রতি তারা দুজনই অবসরে যান। উপশহর এলাকার এক নম্বর সেক্টরের ৩১৯ নম্বর বাড়িটিতে থাকতেন নজরুল ইসলাম ও আখতারা বেগম দম্পতি। তাদের দুই মেয়ে নাজনীন আখতার কাঁকন ও নারগিস আখতার কনক। বড় মেয়ে কাঁকনের বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে কনক ঢাকার উত্তরায় উইমেনস মেডিক্যাল কলেজে পড়ছে। তারা দুজনই ঢাকায় থাকেন। বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর নজরুল ইসলাম ও আখতারা বেগম দম্পতি বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন।

আরু পড়ুন: মৃত্যুর ১১ দিন পর বিদায়ী সালাম নিতে নিজভূমে নজরুল

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা