X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নৌকাডুবি: ২৪ ঘণ্টায়ও কোনও মৃতদেহ উদ্ধার হয়নি, স্বজনদের ক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ২১:৩৮আপডেট : ২৪ মার্চ ২০১৮, ২১:৪৯

উদ্ধার তৎপরতা (ছবি- প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও মৃতদেহ উদ্ধার হয়নি। এদিকে, শুক্রবার রাত থেকেই শীতলক্ষ্যা নদীর তীরে ভিড় করছেন ডুবে যাওয়াদের স্বজনরা। নিকটজনদের হারানোর শঙ্কায় তাদের কান্নায় ভারী হয়ে আছে শীতলক্ষ্যার দক্ষিণ রূপসী এলাকার বাতাস।কয়েকজন স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরিরা কী করছেন তার কিছুই বুঝতে পারছি না। দেখছি, তারা দিনভর নৌকা নিয়ে নদীতে ঘুরছে। মাঝে মাঝে দুই-একজন ডুবুরি পানিতে নামছে। তারা ঠিকমতো খোঁজ করলে অবশ্যই মৃতদেহ পাওয়া যেতো।


এদিকে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নদীতে আলোর স্বল্পতা ও ডুবুরিদের নিরাপত্তার কথা চিন্তা করে উদ্ধার অভিযান সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও ) আবুল ফাতেহ মো. সফিকুল ইসলাম।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান জানান, শুক্রবার  রাত সাড়ে ৯টার দিকে শীতলক্ষ্যা নদীতে ভ্রমণ করার জন্য ডেমরা ঘাট থেকে একটি নৌকা ভাড়া করে ১৪ জন যুবক। তারা পরস্পর বন্ধু ও রাজধানীর কদমতলী, শ্যামপুর ও ধোলাইপাড় এলাকার বাসিন্দা। রাত সাড়ে ৯টার  দিকে নৌকাটি শীতলক্ষ্যা নদীর তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় আসে। এসময় একটি বালুবাহী বাল্কহেড অন্ধকারে যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ভেঙে নদীতে তলিয়ে যায়। এসময় নৌকায় থাকা মাঝিসহ ১৫ জনের মধ্যে ১০ জন সাঁতার কেটে নদীর তীরে উঠতে সক্ষম হন। তবে নৌকায় থাকা রাজধানীর পূর্ব ধোলাইপাড় এলাকার রবিউল আউয়ালের ছেলে কাপড় ব্যবসায়ী শরীফ আহমেদ, ধোলাইপাড় এলাকার নাসিরউদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার আহমেদ, একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে হার্ডওয়্যার ব্যবসায়ী সাইফুল ইসলাম রিপন বাবু, কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকার আজিজুল খানের ছেলে ব্যবসায়ী লতিফ খান এবং রূপগঞ্জ থানার তারাব পৌরসভার মাসাবো এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাস্টমস্ কর্মকর্তা জসিম খান নদীতে তলিয়ে যান।

কাঁদছেন স্বজনরা (ছবি- প্রতিনিধি)
খবর পেয়ে রাতেই ডেমরা ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার কাজ শুরু করে। শনিবার ভোর থেকে দুর্ঘটনার খবর পেয়ে নদীর দুই পারে শত শত মানুষ ভিড় জমায়। এর মধ্যে রয়েছেন ডুবে যাওয়াদের স্বজনরাও, যাদের কান্নায়  ভারী হয়ে উঠে নদীর পারের বাতাস। শনিবার বেলা ১০টা থেকে ডেমরা ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের, বিআইডব্লিউটি’র  মোট ১২ জন ডুবুরি এবং স্থানীয় এলাকাবাসীদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
শনিবার সন্ধ্যা সাতটায় এ রির্পোট লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। দুর্ঘটনাকবলিত নৌকার মাঝি কালিমুল্লাহ জানান, বালুবাহী বাল্কহেডে কোনও সিগন্যাল বাতি ছিল না। কোনও কিছু বোঝার আগেই হঠাৎ করে বাল্কহেডটি নৌকায় আঘাত করলে সঙ্গে সঙ্গে নৌকাটি ভেঙেচুরে নদীতে ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে দ্রুতবেগে সেটি পালিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাল্কহেডটি শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ডেমরা, নারায়ণগঞ্জ ও ঢাকা হেডকোয়ার্টার থেকে ডুবুরিরা এসে শীতলক্ষ্যা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু শীতলক্ষ্যা নদীর একেক জায়গায় পানির গভীরতা একেক রকম হওয়ায় এবং কোথাও পানির নিচে বিপুল পরিমাণ কাদা, আবার কোথাও শক্ত মাটি থাকায় নদীর তলদেশে তাদের উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে। 

তিনি বলেন, দুর্ঘটনার স্থান থেকে দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কোনও মৃতদেহ পাওয়া যায়নি। রবিবার সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা চালানো হবে।

 

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ