X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৯:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২০:১৬

দুবৃর্ত্তের গুলিতে নিহত সূর্য বিকাশ চাকমা

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে সূর্য বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদরের আপার পেরাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে তিনি আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ কর্মী হিসেবে পরিচিত। বিকেল ৫টার দিকে পুলিশ এসে ওই এলাকার দয়াল কুমার চাকমার বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করে। খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়ার আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সূর্য বিকাশ চাকমা আপার পেরাছড়া গ্রামের মৃত ফনিভুষণ চাকমার ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের স্লুইসগেট এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। নিহত সূর্য বিকাশ চাকমা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা সদরের কমলছড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

স্থানীয়রা জানান, তারা পরপর দুই রাউন্ড গুলির শব্দ শুনেছেন। খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

তার স্ত্রী রিপনা চাকমা জানান, সর্বশেষ দুপুর ২টায় তার সঙ্গে কথা হয়েছে। এ সময় তাকে দাওয়াত খেতে যাওয়ার কথা জানিয়ে ছিলেন।

খবর পেয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মদ খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়ার আহম্মদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

অন্যদিকে দুপুর দেড়টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি কলেজে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কলেজ শাখার সদস্য ও এইচএসসি পরীক্ষার্থী বাবু চাকমাকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এ ঘটনার জন্য তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপকে দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদ।

 

 

 

 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!