X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চাঁদার দাবিতে কোচিং সেন্টার মালিককে থাপ্পড়, ছাত্রলীগ নেতা রনিকে অব্যাহতি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ এপ্রিল ২০১৮, ২০:২৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২১:০৮

২০ লাখ টাকা চাঁদার দাবিতে চট্টগ্রামের এক কোচিং সেন্টারের মালিককে চড় থাপ্পর মারার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ছাত্রলীগ থেকে অব্যাহতি চান রনি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে রনিকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। 

নুরুল আজিম রনি (দাঁড়িয়ে আছেন) ও রাশেদ মিয়া (বসে আছেন)

এর আগে জানা যায়, চট্টগ্রামে কলেজ অধ্যক্ষকে নির্যাতনকারী সেই ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি এবার এক কোচিং সেন্টারের মালিককে পিটিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) নগরীর পাঁচলাইশ থানায় রনির বিরুদ্ধে  লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়া।

রনির বিরুদ্ধে রাশেদ মিয়ার অভিযোগপত্র

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অফিসের চেয়ারে বসা অবস্থায় রাশেদ মিয়াকে কয়েক দফায় চড়-থাপ্পড় মারছেন ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। এক পর্যায়ে রাশেদ মিয়ার চুল ধরে টানাটানি করেন। এরপর আবার তাকে মারধর শুরু করেন।

রাশেদ মিয়া

এ ব্যাপারে রাশেদ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেশ কয়েক মাস ধরে সে (রনি) তার রাজনৈতিক কাজে আমার অফিস (ইউনিএইড চট্টগ্রাম শাখা) ব্যবহার শুরু করে। আমি তাকে প্রায় সময় নিষেধ করতাম, কারণ তার কারণে আমার কোচিং ব্যবসায় সমস্যা হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি আমি অফিসে তালা মেরে গেলে সে তালা ভেঙে আমার অফিসে প্রবেশ করে। পরে সন্ধ্যার দিকে আমি অফিসে গিয়ে তাকে দেখে তালা ভেঙে অফিসে প্রবেশ করার কারণ জানতে চাইলে সে আমাকে মারধর করে। তখন আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে রনি। আমাকে হুমকি দিয়ে বলে- ব্যবসা করতে হলে ২০ লাখ টাকা চাঁদা দিয়ে করতে হবে, নাহলে ব্যবসা করতে পারবে না।’

রাশেদ মিয়া

তিনি আরও বলেন, ‘এরপর গত ১৩ এপ্রিল রাতে তার (রনির) এক সহযোগী আমাকে মুরাদপুরের একটু দূরে মাজারের সামনে থেকে তুলে অ্যালমোনিয়াম গলিতে তার একটি অফিসে নিয়ে যায়। সেখানে নিয়ে মারধর করে। এরপর তার একজন সহযোগী নোমান চৌধুরী রাকিবসহ আরেকজনকে দিয়ে মোটরসাইকেল যোগে সুগন্ধা আবাসিক এলাকায় আমার বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে আমার পাসপোর্ট, নগদ ৩৫ হাজার টাকা এবং আমার স্ত্রীসহ আমাকে বাসা থেকে বের করে চট্টগ্রাম কলেজের পশ্চিম পাশে নিয়ে নামিয়ে দেয়।’  

রাশেদ মিয়া

থানায় অভিযোগ করার ব্যাপারে রাশেদ মিয়া আরও বলেন, ‘এ ঘটনায় আজ (১৯ এপ্রিল) সকালে পাঁচলাইশ থানায় রনি এবং নোমান চৌধুরী রাকিবকে আসামি করে মামলা করতে যাই। পুলিশ আমার অভিযোগ গ্রহণ করেছেন, তারা আমাকে জানিয়েছেন, তদন্ত করে তারা মামলাটি গ্রহণ করবেন।’

এ ব্যাপারে জানতে নুরুল আজিম রনির মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। তবে তার পক্ষ থেকে একটি বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে।

ছাত্রলীগ নেতা রনির বিবৃতি

বিবৃতিতে ছাত্রলীগ নেতা রনি দাবি বরেন, আমি নুরুল আজিম রনি ও রাশেদ মিয়া দীর্ঘ দিন ধরে ইউনিএইড চট্টগ্রাম শাখা পরিচালনা করে আসছি। উক্ত প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন রাশেদ মিয়া পরিচালনা করতো। বিভিন্ন সময় আর্থিক লেনদেনে গড়মিল দেখতে পেলেও আমি বন্ধুত্বের খাতিরে এড়িয়ে যেতাম। চকবাজার থানার সাবেক ওসি আজিজ আহমেদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তার (রাশেদ মিয়া) বিরোধ হলে আমার কাছ থেকে দুই চেকের মাধ্যমে ৯ লাখ ৫০ হাজার টাকা লোন হিসেবে গ্রহণ করেছিল। দীর্ঘ এক বছরে এই লোন পরিশোধ না করলেও বন্ধুত্বের সর্ম্পকের কারণে তার সঙ্গে বিরোধে জড়াই নি। গত ১৬ ফেব্রুয়ারি কোচিং এর অফিস রুমে কম্পিউটারে কাজ করার জন্য প্রবেশ করতে গিয়ে দেখতে পাই- এক ব্যক্তি নিচতলার একটি অংশে স্কুলের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার বন্ধ থাকার কথা থাকলেও তিনি কেন ক্লাস নিচ্ছেন তার জবাব চাইতে রাশেদকে ফোন করি। রাশেদ পরদিন ১৭ ফেব্রুয়ারি কোচিং সেন্টারে এসে আমাকে জানায়, নিচ তলার একটি ফ্ল্যাট ‘পেঙ্গুইন প্লাস’-এর এক শিক্ষককে ভাড়া দেওয়া হয়েছে। অংশীদারিত্বের প্রতিষ্ঠানে আমার অজ্ঞাতে অন্য ব্যক্তির কাছে ভাড়া দেওয়ার কারণ জানতে চাইলে রাশেদের সঙ্গে আমার ঝগড়া হয়। এক পর্যায়ে দু’জনই খুব উত্তেজিত ছিলাম এবং অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে। ঘটনাটি আমার ওই দিনই মীমাংসা করেছিলাম।’

এ সর্ম্পকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, সত্যতা পেলে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আমরা তার বাসায় গিয়ে তাকে পাইনি।’

ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়েছেন নুরুল আজিম রনি

এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যহতি চেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠিয়েছেন নুরুল আজিম রনি। এর কপি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন তিনি। দলের প্যাডে নিজের স্বাক্ষরিত চিঠিতে রনি লিখেছেন, ‘ পিতা মুজিবুরের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের  চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিলাম। সংগঠনের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আবেদন করছি।’ 

এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে নুরুল আজিম রনিকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

প্রসঙ্গত, এর আগে ৩১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করেন ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। এ ঘটনা প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রনি। সেসময় অধ্যক্ষ জাহেদ খান বাদী হয়ে চকবাজার থানায় রনির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মারধরের  ভিডিও:   

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী