X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাশকতা মামলা: নড়াইলে বিএনপির ২ কেন্দ্রীয় নেতাসহ কারাগারে ৪১

নড়াইল প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ০২:৩৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ০২:৫৩

নড়াইল নড়াইলে আটক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ ও বিএনপির খুলনা বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছে নড়াগাতি থানা পুলিশ। এর মধ্যে আটক ৪১ জনকে শনিবার নড়াইল আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল গ্রাম থেকে আটক করা হয় কবির মুরাদ ও অনিন্দ্য ইসলাম অমিতকে। পুলিশের অভিযানে আটক হন বিএনপির আরও ৩৯ নেতাকর্মী। তাদেরসহ বিএনপির ৪৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়। নড়াগাতি থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় গ্রেফতার দেখানো আটক ৪১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বিএনপির কেন্দ্রীয় দুই নেতা নড়াইল, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও মাগুরাসহ বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী নিয়ে নাশকতার ষড়যন্ত্রের পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছিলেন। নড়াগাতি থানার খাশিয়াল গ্রামে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বাড়িতে ওই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই সময় নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ওই বাড়ি থেকে ৪১ জনকে আটক করে। এর মধ্যে রয়েছেন— নড়াইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, নড়াইল সদর উপজেলার চেয়ারম্যান, যশোর জেলা বিএনপির সহসভাপতিসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
নড়াগাতি থানার ওসি মো. বেলায়েত হোসেন বলেন, ‘আটক ৪১ জনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন-
এবার বাসের ধাক্কায় হাত হারালো ৮ বছরের শিশু
বড় হয়ে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হতে চায় সেঁজুতি

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ