X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বীরগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ১

দিনাজপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ২২:২৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২২:৫৩

দিনাজপুর দিনাজপুরের বীরগঞ্জে আট বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কমল রায় কাইচালু (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই অভিযান চালিয়ে আসামি কাইচালুকে গ্রেফতার করে পুলিশ। মরিচা ইউনিয়নের লাট ডাবরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আইতু রায়ের ছেলে।
ওই স্কুলছাত্রীর মা জানান, চার দিন আগে তার স্বামী কাজের জন্য কুমিল্লা শহরে গেলে মেয়েকে নিয়ে একাই বাড়িতে থাকছেন তিনি। সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি কাজের জন্য মাঠে যান। এ সময় তার মেয়ে বাড়ির পাশে প্রাইভেট পড়তে বেরিয়ে যায়। প্রাইভেট পড়া শেষে সে বাড়িতে ফিরে আসে। ওই সময় সে বাড়িতে একাই ছিল। সাড়ে ১১টার দিকে প্রতিবেশী কমল রায় কাইচালু তাদের বাড়িতে এসে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আসামি কাইচালু পালিয়ে যায়।
মামলার বাদী বলেন, প্রতিবেশীরা মেয়ের কাছে ঘটনা শুনে আমাকে খবর দেয়। পরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেই।
মামলার তদন্তকারী কর্মকর্তা বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ পাওয়ামাত্রই অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছে।’
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছি। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ