X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রুয়েটের বাসচালক খুনের ঘটনায় মামলা

রাজশাহী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ০৪:১৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০৪:২৪

রুয়েট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালামকে খুনের ঘটনায় নগরীর মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে সালামকে হত্যার প্রতিবাদে কর্মবিরতি করে বিক্ষোভ করেছে কর্মচারীরা।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, ‘বাসচালক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে পলাশ বাদী হয়ে মঙ্গলবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ওসি শাহাদত হোসেন খান আরও বলেন, ‘নিহতের ছেলের সঙ্গে স্থানীয়দের বিরোধের জের ধরে হামলা ও আব্দুস সালামের পদন্নতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে মামলার তদন্ত চলছে।’

শাহাদত হোসেন বলেন, ‘২০১৪ সালে আব্দুস সালামের ছেলে পলাশের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের মারামারি হয়। ওই ঘটনায় পলাশ বাদী হয়ে একটি মামলা করে। গত রবিবার ওই মামলার সাক্ষী দেন আব্দুস সালাম। এর পরদিনই খুনের ঘটনা ঘটে।’

এদিকে মঙ্গলবার সকাল ১১টার দিকে কর্মবিরতির ঘোষণা দিয়ে রুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে কর্মচারীরা। এ সময় তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে তারা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে খুনিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এরপরও গ্রেফতার না হলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় তারা ভিসির অপসারণ দাবি করেও স্লোগান দিয়েছে।

আরও পড়ুন: ক্যাম্পাসের ভেতরেই রুয়েটের বাসচালক খুন

রুয়েট কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম মোস্তফা বলেন, ‘বাসচালক আব্দুস সালামের খুনিদের গ্রেফতার দাবিতে কর্মবিরতি ঘোষণা দিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরপরও গ্রেফতার না হলে লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হবে।’

সোমবার রাত সাড়ে ৯টার দিকে রুয়েট ক্যাম্পাসের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে বাসচালক আব্দুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। দুই সপ্তাহ আগে আব্দুস সালাম গাড়ির সহকারী থেকে চালক হিসেবে পদন্নতি পান। 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা