X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বিচার বিভাগেও আওয়ামী শাসন ভর করেছে’

বরিশাল প্রতিনিধি
০৭ মে ২০১৮, ১৯:০৪আপডেট : ০৭ মে ২০১৮, ১৯:০৪

বরিশাল

খালেদা জিয়ার সু-চিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলায় যৌথভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক (এমপি) মেজবাহউদ্দিন ফরহাদ বলেন, ‘দেশের বিচার বিভাগের ওপর ক্ষমতাসীন অবৈধ আওয়ামী সরকারের শাসন ভর করেছে।  তাই বিচারপতিরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘বিচারপতিরা  আওয়ামী সরকারের মন খুশি করা রায় না দিলে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। ক্ষমতাসিন অবৈধ সরকার উন্নয়নের দোহাই দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে গণতন্ত্রকে নির্বাসিত করার অপচেষ্টা করছে।’ তাই তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলনকে আরও বেগবান করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কোতোয়ালি থানার বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চু, উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আ. ছত্তার খাঁন, কোতোয়ালি বিএনপি সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু, দক্ষিণ জেলা বিএনপি-নেতা ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ পান্না, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম প্রিন্স, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন দীপেন, দক্ষিণ জেলা বিএনপি দফতর সম্পাদক আলহাজ মন্টু খান, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম লিপন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

এরপর দলীয় কার্যালয়ের সামনে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করে বরিশাল মহানগর বিএনপি।

মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু সরদার, আব্বাস উদ্দিন বাবলু, আলমগীর হোসেন আলম (সুন্দর আলম), অ্যাভোকেট আখতার হোসেন মেবুল, জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক শাহেদ আকন সম্রাট, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, সাজ্জাদ হোসেন, জেলা মহানগর ছাত্রদল যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মুন্না।

এ প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি উপদেষ্টা মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ মহিলা দলের নেতাকর্মীরা।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ