X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শোলাকিয়ায় নিরাপত্তা নিশ্ছিদ্র করার প্রস্তুতি শুরু

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
২৬ মে ২০১৮, ১৫:৪৬আপডেট : ২৬ মে ২০১৮, ১৮:০২

শোলাকিয়া ময়দান এবার ১৯১ তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে শোলাকিয়ায়। এই ময়দানের নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসারের বিপুল সংখ্যক সদস্যের সমন্বয়ে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। ঈদগাহের আশে পাশে প্রতিদিন প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হবে। নতুন কোনও ভাড়াটিয়াকে বাড়ি ভাড়া না দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ঈদগাহের আশেপাশে প্রতিদিন প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হবে।

২০১৬ সালের ৭ জুলাই  ঈদুল ফিতরের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক জঙ্গি ও বাড়ির ভেতরে থাকা ঝরনা রাণী ভৌমিক নামে এক গৃহবধূসহ চারজন নিহত হন। গুরুতর আহত হন আট পুলিশসহ তিন পথচারী। এরপরও গতবছর এখানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তাই এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগে আগে ভাগেই চলছে ঈদ জামাতের সবরকম প্রস্তুতি। শোলাকিয়া ময়দান

শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা আল মাসউদ জানান, ‘আমরা সব দিক বিবেচনায় রেখে প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছি। এরইমধ্যে সবাইকে নিয়ে আমরা প্রস্তুতিমূলক সভাও করেছি। অনেকগুলো উপকমিটি আলাদা আলাদাভাবে কাজ করছে। মাঠকে জামাতের উপযোগী করতে সংস্কার কাজও হাতে নেওয়া হয়েছে। আশা করি এবারও কয়েক লাখ মুসল্লি এই মাঠে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন।’

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় ও মুসল্লিদের নিরাপত্তা দিতে আমরা সব ধরনের ব্যবস্থা নেবো। বিভিন্ন সংস্থার সদস্যরাও এখানে নিয়োজিত থাকবেন। আশা করি সবার সহযোগিতায় এবারও লাখো মানুষের অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ার ময়দানে মুসল্লিরা নামাজ আদায় করবেন।’ শোলাকিয়া ময়দানে সিসিটিভি ক্যামেরা

জানা গেছে, ঈদের আগে থেকেই শহরসহ মাঠের প্রবেশ পথগুলোতে থাকছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। নামাজ শুরুর আগে পুরো মাঠ তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে। শোলাকিয়া মাঠ ও শহরের যত অলিগলি আছে, সবখানে বসানো হবে নিরাপত্তা চৌকি। জায়নামাজ ছাড়া কোনও কিছু নিয়েই মাঠে প্রবেশ করতে পারবেন না মুসল্লিরা।  মাঠে প্রবেশ করতে প্রত্যেক মুসল্লিকে পাঁচ থেকে দশবার তল্লাশি করা হবে।

ঈদগাহ মাঠ কমিটি সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও জামাত শুরু হবে সকাল ১০টায়। জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। তা ছাড়া জরুরি প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে দুইজনকে প্রস্তুত রাখা হবে। তারা হলেন বড়বাজার মসজিদের ইমাম মাওলানা মো. সোহেব ও মারকাজ মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান। শোলাকিয়া ময়দান

ঈদের জামাতে দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে শোলাকিয়া স্পেশাল নামে দুইটি ট্রেনের ব্যবস্থা করা হবে। একটি ট্রেন সকাল ৬টায় ময়মনসিংহ থেকে ও অপরটি সকাল ৭টায় ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে।

জামাতে আমন্ত্রিত বিশেষ অতিথি ও ভিভিআইপিদের জন্য মিম্বরের দোতলায় আসন বিন্যাস ও আসন সংরক্ষণ করার জন্যও একটি কমিটি গঠন করা হয়েছে। শোলাকিয়া ময়দানের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু

জানা গেছে, এ সপ্তাহের মধ্যেই মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করাসহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ শুরু হবে। সংস্কার করা হয়েছে ওজুখানা এবং টয়লেট। শহরকেও সাজানো হবে বর্ণিল সাজে।  প্রস্তুত রাখা হবে বহুসংখ্যক স্বেচ্ছাসেবক ও কয়েকটি মেডিক্যাল টিম।

শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে শটগানের ৬টি ফাঁকা গুলি ছোড়া হবে। জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেওয়া হবে।

আরও পড়ুন- ‘দেশ ভাগ হয়েছে কিন্তু নজরুল-রবীন্দ্রনাথ ভাগ হননি’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!