X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ছয় মাদকসেবীর দণ্ড

নীলফামারী প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১৭:২৬আপডেট : ২৭ মে ২০১৮, ১৭:২৮

 

নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে ছয় মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শনিবার (২৬ মে) রাত ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। ওই রাতেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার তাদেরকে সাজা দেন। রবিবার (২৭ মে) দুপুরের দিকে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন বলেন, রাতেই তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের  ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদালতে জমা দিয়ে হায়দার আলী নামের একজন মুক্তি পান। বাকিদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে। 

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, উপজেলার হাতিখানা ক্যাম্প এলাকার হায়দার আলীকে (২৬) পাঁচ হাজার টাকা জরিমানা, একই এলাকার সুলতান (২৬) ও নাদিমকে (২৩) ৭ দিন  বিনাশ্রম কারাদণ্ড; আরমান খানকে (৩১) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই উপজেলার অফিসার্স কলোনী এলাকার রেদোয়ান (২৬) ও সোহেলকে (২২) ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, একই রাতে দিনাজপুর জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করে নীলফামারী র‌্যাব-১৩। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং আটক বিরামপুরের ইসলামপুর গ্রামের শরিফুল ইসলাম (২৬) ও দিনাজপুর সদরের র্টামিনাল ইটাৎপাড়ার নুরনবীকে (২৭) এক মাস করে বিনাশ্রম এবং মির্জাপুর গ্রামের আব্দুল মালেককে (৩৯) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!