X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ জেলায় ছয় দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে

চাঁদপুর প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ২০:০৬আপডেট : ১৩ জুন ২০১৮, ২১:৫৩

বিজিডিসিএল
আগামী ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ৬দিন পাঁচ জেলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে না বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। ওই ছয় দিন জিটিসিএল কর্তৃক বাখরাবাদ-চট্টগ্রাম উচ্চচাপ সঞ্চালন লাইনের অনস্ট্রীম পিগিং (রক্ষণাবেক্ষণ) কার্যক্রম চলবে। এ কারণে চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী জেলা ও কুমিল্লা জেলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে না। সেই সঙ্গে চাঁদপুরের ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি) এবং ফেনীর ডরিন পাওয়ার প্লান্টে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাসের কুমিল্লা ডিভিশনের উপ মহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্যাস সরবরাহ বন্ধ থাকা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।’

বাখরাবাদ গ্যাসের কুমিল্লা ডিভিশনের উপ মহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। সরবরাহ একেবারে বন্ধ হবে না। এ সময়টাতে হয়তো গ্রাহক গ্যাস কম পাবে।’

চাঁদপুর শহরে মুমিনপাড়ায় বসবাসকারী গৃহিনী শামীমা তাছলিমা মুন্নি বলেন, ‘আমি শুনেছি, তবে প্রথমে বিশ্বাস করতে পারিনি। ঈদের এই গুরুত্বপূর্ণ সময়ে গ্যাস না থাকলে কিভাবে কি করবো বুঝতে পারছি না। এ সময়টাতে বাসায় অনেক অতিথি আসবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকলে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে।’

চাঁদপুরে কর্মরত বাখরাবাদের কর্মকর্তা মুহিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ন্যাশনাল গ্রীডে পিগিং অর্থাৎ রক্ষণাবেক্ষণ কাজ হবে, সে জন্য বিঘ্ন ঘটতে পারে। অর্থাৎ এ সময়ে গ্রাহকরা গ্যাস পেতে পারে আবার নাও পেতে পারে। এছাড়া গ্রাহকরা গ্যাস কমও পেতে পারে। তিনি জানান, ইতোমধ্যে এ বিষয়টি বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের জানানো হয়েছে। 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা