X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বরিশালের ঈদ জামাতে রাজনীতিবিদ ও সম্ভাব্য মেয়র প্রার্থীরা

বরিশাল প্রতিনিধি
১৭ জুন ২০১৮, ০২:৫৬আপডেট : ১৭ জুন ২০১৮, ০২:৫৮

বরিশালে ঈদের নামাজ শেষে মোনাজাত করা হচ্ছে বরিশালে ঈদের প্রধান জামাত নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুন) সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত এই ঈদ জামাতে বরিশালের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও  প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। নামাজ আদায়ের পরদেশ ও জাতির অগ্রগতি এবং সরকারের উন্নয়নের রোডম্যাপ অব্যাহত রাখার প্রত্যয়ে দোয়া মোনাজাত করা হয়। এই ঈদ জামাতের ইমাম ছিলেন স্টিমারঘাট জামে মসজিদের ইমাম মাওলানা শিহাবউদ্দিন বেগ।

হেমায়েত উদ্দিন ঈদগাহে নামাজ আদায় করেন সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম, বরিশাল রেঞ্জ উপমহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়া আরও নামাজ আদায় করেন আসন্ন বরিশাল সিটি নির্বাচনের সাম্ভাব্য মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আওয়ামী লীগ নেতা কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, মাহাবুব উদ্দিন (বীরবিক্রম), মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসাইন, জাতীয় পার্টি সম্ভাব্য মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সরকারি কর্মকর্তা এবং সরকার দলীয় নেতারা বলেন, ‘এক মাস সিয়ম সাধনার পর ঈদ এসেছে আনন্দ নিয়ে। এই আনন্দের দিনে বলতে চাই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা সকল মানুষের অধিকার নিশ্চিত করতে চাই।’

এদিকে সকাল ৯টায় চরমোনই পীরের দরবার শরীফে ঈদের  আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ নামাজ আদায় করেন গৌরনদী ঈদগাহ্ ময়দানে। আর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস নামাজ আদায় করেন বানারীপাড়া মাহমুদিয়া মদ্রাসা মাঠে।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার নগরীর পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজ আদায় করেন।

উত্তর জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ পাতারহাট থানা মসজিদ ময়দানে  নামাজ আদায় করেন। জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন নামাজ আদায় করেন আমানতগঞ্জ ঈদগাহ্ ময়দানে।

উজিরপুরের গুঠিয়ায় বায়তুল আমান জামে মসজিদে সকাল ৯টায়, জামে কসাই মসজিদে সাড়ে ৮টা ও ১০টায়, এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টা ও ১০টায় এবং বায়তুল মোকাররমে সকাল ৯টা ও ১০টায় ঈদের নামাজের বড়ো জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও সকাল ১০টায় নগরীর মুসলিম গোরস্তান, পলাশপুর কাজির গোরস্তান, পুলিশ লাইন জামে মসজিদে ও জেলার বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

পবিত্র ঈদ উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীর সর্বস্তরে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা দেওয়া হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ