X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পর্যটকদের ভিড়ে মুখরিত বান্দরবান

বান্দরবান প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ০৩:৩৯আপডেট : ১৮ জুন ২০১৮, ০৩:৪৫

পর্যটকদের ভিড়ে মুখরিত বান্দরবান ঈদের ছুটিতে পাহাড়ী কন্যা খ্যাত বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে ওঠেছে।  প্রকৃতিপ্রেমী মানুষের ঢল নেমেছে পাহাড় ঘেরা বান্দরবানে। কিন্তু সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় বন্যা আর বৃষ্টিপাতের কারণে পর্যটকের চাপ অন্যান্য বছরের তুলনায় এ বছর কিছুটা কম।

সরেজমিন পর্যটনকেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে, ঈদের প্রথম দিনেই পর্যটন কেন্দ্রগুলো পর্যটকে ভরপুর ছিল। জেলা শহরের পর্যটনকেন্দ্র মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখনও পর্যটকদের পদচারনায় মুখরিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে এসব পর্যটন কেন্দ্রে। তবে গত কয়েকবছরের তুলনায় পর্যটকের সংখ্যা ছিল অনেকটা কম।  অতিবৃষ্টি,পাহাড় ধস ইত্যাদির কারণে এবং এবারের ঈদে ছুটি কম থাকাকেই কারণ হিসেবে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

পর্যটকদের ভিড়ে মুখরিত বান্দরবান পরিবারসহ বান্দরবানে বেড়াতে আসা পর্যটক তৌহিদুল করিম বলেন, ‘এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আমি এবং আমার পরিবার সকলেই মুগ্ধ। আসলেই অনেক সুন্দর এখানকার পর্যটন কেন্দ্রগুলো। সবচাইতে বেশি ভালো লেগেছে এখানকার মানুষের জীবনযাত্রা।

ঢাকা থেকে বেড়াতে আসা নারী পর্যটক দিলরুবা রহমান বলেন, ‘আমি বান্দরবানের সৌন্দর্যের কথা শুনেছি মানুষের মুখে মুখে। কিন্তু কখনোই ভাবতে পারিনি এত সুন্দর হবে এখানকার পর্যটন কেন্দ্রগুলো। নীলাচল, নীলগিরি, মেঘলাসহ যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, আমি সবগুলোতে গিয়েছি। একেকটা একেকরকম সুন্দর। আমি প্রত্যেকটাতেই মুগ্ধ।’
পর্যটকদের ভিড়ে মুখরিত বান্দরবান টুরিস্ট পুলিশের বান্দরবান জোনের উপ-পরিদর্শক গোপীনাথ অধিকারী বলেন, ‘দুর্গম পার্বত্য জেলা হলেও অন্যান্য জেলার চেয়ে এই জেলার নিরাপত্তা ব্যবস্থা ভালো। এবারে ঈদ উপলক্ষে আসা সকল পর্যটকদের নিরাপত্তা দিতে টু‌রিস্ট পুলিশের পক্ষ থেকে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে।’




বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘এ বছর গত বছরের তুলনায় পর্যটকের সংখ্যা কম। পর্যটন সম্মৃদ্ধ এ বান্দরবানে চমৎকার কিছু স্থান আছে যেখানে বর্ষাকালে বিভিন্ন রূপ দেখা যায়। বান্দরবানে যে সকল দেশি বিদেশি পর্যটকরা এসেছেন, তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে।’  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত