X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ঈদে ভিজিএফ‘র চাল পায়নি ৬৩৫টি পরিবার, অনিয়মের অভিযোগে নোটিশ

লালমনিরহাট প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১৪:৫৮আপডেট : ২১ জুন ২০১৮, ১৫:০০

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো ইউএনওর কারণ দর্শানোর নোটিশ

রমজান মাসে ও ঈদ-উল-ফিতরে উপলক্ষে অতিদরিদ্র মানুষের জন্য সরকার দেওয়া ‘ঈদ উপহার’ অর্থাৎ ভিজিএফ কর্মসূচির চাল পায়নি লালমনিরহাটের সদর উপজেলার ৬৩৫টি হতদরিদ্র পরিবার। কারণে ভিজিএফ উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভিজিএফ সুবিধাভোগীদের মধ্যে  লালমনিরহাট জেলা পরিষদের সদস্যসহ বেশ কয়েক ধর্ণাঢ্য পরিবারের সদস্যদের নাম রয়েছে। তাই মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব চেয়ে কারণে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর তিন কর্মদিবসের মধ্যে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায়ের কাছে এর লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রায় বলেন,‘উপকার ভোগীদের তালিকায় থাকা পরিবারগুলোর মধ্যে এমন ব্যক্তিদের নাম অর্ন্তভূক্ত আছে যারা অতিদরিদ্র নয় বলে অভিযোগ পাওয়া গেছে। তালিকায় লালমনিরহাট জেলা পরিষদের প্রভাবশালী সদস্যসহ একাধিক ধর্ণাঢ্য পরিবারের সদস্যের নাম পাওয়া গেছে। উপকার ভোগীর নামের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।’

এ ব্যাপারেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান বসুনীয়া বলেন, ‘ আমরা ভিজিএফের ২ হাজার ৩০৩টি কার্ড বরাদ্দ পেয়েছি। তারমধ্যে ৯ ইউপি সদস্য ও ৩ সংরক্ষিত নারী সদস্যকে ৯০টি করে মোট ১০৮০টি কার্ড বিতরণের জন্য দেওয়া হয়েছে।  আর আমি ১ হাজার ২২৩টি ভিজিএফ কার্ড হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছি। চুড়ান্ত উপকার ভোগীর তালিকা ধরে গত ১৫ জুন ১৫৫৩টি ভিজিএফ কার্ডধারী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম,  তার স্ত্রী শিরিন সুলতানা,  তার বোন তহমিনা আক্তারসহ বেশ কিছু উপকার ভোগীর নামের অভিযোগ আসার পর সংশ্লিষ্ট ট্যাগ অফিসার রেজাউল করিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের পরামর্শে চাল বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। চাল বিতরণের পরবর্তী তারিখ ২০ জুন নির্ধারণ করা হয়। এ কারণে ঈদের আগে চাল বিতরণ করা সম্ভব হয়নি।’

বুধবার (২০ জুন) চাল বিতরণের সময় গিয়ে সরজমিনে দেখা যায়, মাত্র ১১৫টি হতদরিদ্র পরিবার সরাসরি উপস্থিত হয়ে চাল তুলেও ভিজিএফ কার্ডধারী ধর্ণাঢ্য পরিবারগুলো কেউ চাল তুলতে আসেননি। ভিজিএফের চাল বিতরণের সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল আমিন,  ইউআরসির ইন্সট্রাক্টর (শিক্ষা) ও ট্যাগ অফিসার রেজাউল করিম উপস্থিত ছিলেন। পরে বিকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবশিষ্ট চাল ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে সিলগালা করে দেন।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায় আরও বলেন,‘জেলা পরিষদ সদস্য তাহমিদুল ইসলামসহ যেসব উপকার ভোগীর নামের তালিকা নিয়ে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। এরইমধ্যে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান বসুনীয়াকে  শোকজ করা হয়েছে। হতদরিদ্রদের চাল নিয়ে ছিনিমিনি খেলার বিষয়টি কঠোরভাবে দেখা হবে।’

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন,‘ভিজিএফের চাল বিতরণের উপকারভোগীর তালিকায় অনিয়মের খবর পেয়ে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। এ বিষয়ে তাকে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ফলে এ ব্যাপারে তার কোনও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন