X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল চুরির অভিযোগে সালিশে নাকে খত

নড়াইল প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ১৮:৪৭আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৮:৪৭

নড়াইল

নড়াইলে মোবাইল চুরির অভিযোগে শিপন রায় (২২) নামে এক যুবককে গ্রাম্য সালিশে নাকে খত দেওয়ানো হয়েছে। এছাড়াও তাকে চড়-লাথি মারাসহ আড়াই লাখ টাকা জরিমানা করেছেন স্থানীয় মাতব্বররা।  গত শনিবার (১৪ জুলাই) নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে  পাঁচজনকে জিজ্ঞসাবাদের জন্য ডাকা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মীর্জাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) মো.আমিনুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার (১১জুলাই) রাতে বিছালী ইউপি ভবনের সামনে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হয়। খেলা চলাকালে ইউপি ভবনের পিছনে শৈলেন্দ্র নাথ শিকদারের বাড়ি থেকে একটি মোবাইল ফোন ও ভারতীয় এক হাজার আটশ’ রুপি চুরি হয়। শৈলেন্দ্র নাথ শিকদার মোবাইল ও ভারতীয় রুপি চুরির জন্য শিপনকে দায়ি করে মাতব্বরদের কাছে অভিযোগ করেন। ১৪ জুলাই এ নিয়ে গ্রাম্য সালিশ হয়। এ সালিশ পরিচালনা করেন মাতব্বর শৈলেন্দ্র নাথ শিকদার, বিশ্ব বিশ্বাস, মৃতুঞ্জয় বিশ্বাস, গামা বিশ্বাস ও সুবুদ্ধি মজুমদার। সালিশে শিপনকে দোষী সাব্যস্ত করে মাতব্বররা বেধড়ক মারধর করে ও নাকে খত দিতে বাধ্য করে। একই সঙ্গে আড়াই লাখ টাকা জরিমানা করেন। সালিশের টাকা দিতে ব্যর্থ হলে বাড়ি-ঘর ভিটেমাটি বিক্রি করে তা আদায় করা হবে বলে ঘোষণা দেন তারা। অন্যথায় গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শিপন জানান, তিনি মোবাইল কিংবা ভারতীয় রুপি চুরির ঘটনার সঙ্গে জড়িত নন। প্রতিপক্ষরা তাকে সমাজে হেয় করতে চোর সাব্যস্ত করে গ্রাম্য সালিশের নামে মারধর ও নাকে খতসহ আড়াই লাখ টাকা জরিমানা করে। জরিমানার টাকা পরিশোধ করতে না পারলে তার ভিটেমাটি, বাড়িঘর বিক্রি করে জরিমানার অর্থ আদায় করা হবে। তা না হলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে। সালিশের কারণে তার ও পরিবারের সম্মান চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তিনি সেখানে উপস্থিত হয়ে সালিশকারীদের থামান। বিষয়টি ইউনিয়ন গ্রাম আদালতে জানাতে কিংবা শিপনকে পুলিশের হাতে তুলে দিতে তিনি অনুরোধ করেন।

এ ব্যাপারে মীর্জাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মোবাইল চুরির অভিযোগে যুবককে নাকে খত দেওয়া কিংবা জরিমানার বিষয়টি আমার জানা নেই। তবে পুলিশ সুপার স্থানীয় ইউপি মেম্বারসহ রুখালী গ্রামের ৫ জনকে তার অফিসে ডেকেছিলেন। কি কারণে তাদের ডাকা হয়েছে সে বিষয়ে আমি কিছুই জানিই না।’

এ বিষয়ে  গ্রাম্য মাতুব্বর শৈলেন্দ্র নাথ শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে রুখালী গ্রামের বেশ কয়েকজন জানান, মোবাইল ও অবৈধভাবে রাখা ভারতীয় রুপি চুরি করাকে কেন্দ্র করে শিপনকে দোষী সাব্যস্ত করে শৈলেন্দ্র নাথ শিকদার ও কয়েকজন মিলে মারপিট, নাকেখতসহ আড়াইলাখ টাকা জরিমানা করেন। পরে অবশ্য বিষয়টি মীমাংশা হয়ে গেছে।

     

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন