X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনি প্রচারণায় শুধুই অভিযোগ প্রার্থীদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ২৩:১৭আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২৩:১৭

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের আর মাত্র ১৪ দিন বাকি থাকায় মনোনীত প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিন সিটিতেই আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা গণসংযোগ করতে গিয়ে একে অপরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এতে নির্বাচনি প্রচারণায় কিছুটা হলেও উত্তাপ ছড়াচ্ছে।
আমাদের রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, সোমবার (১৬ জুলাই) দিনভর নগরীর ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের বনপুকুর, কাদিরগঞ্জ, কাদিগরঞ্জ গ্রেটার রোড এলাকা, দড়িখরবনা ও নিউ মার্কেট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

এএইচএম খায়রুজ্জামান লিটন এসময় তিনি বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে উদ্দেশ্য করে বলেন, ‘মিথ্যাচার-অপপ্রচার করা বিএনপির অভ্যাস। তারা শুরু থেকেই মিথ্যাচার করে আসছে। আমরা এখনও আশা করি তাদের (বিএনপির) সুবুদ্ধির উদয় হবে। নির্বাচনের পরিবেশ বজায় রেখে নির্বাচন করবে। জনগণ তাদের মতামত দিবে। সেই মতামত যেটাই হোক না কেন তাদের মেনে নিতে হবে। আমরাও জনগণের মতামত মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখবো। বিএনপি কী করবে জানি না। কারণ তাদের সঙ্গে তো জামায়াত-শিবির আছে।’
মোসাদ্দেক হোসেন বুলবুলের সমালোচনা করে খায়রুজ্জামান লিটন আরও বলেন, ‘বিএনপির মেয়রের কারণে রাজশাহী অনেক পিছিয়ে গেল। গত ৫ বছরে এখানে কোনও উন্নয়ন হয়নি। যারা কাজ করতে পারেননি, তাদের নতুন করে দেখার সুযোগ নাই।’
এদিকে আজ নগরীর ১০, ১১, ১৩, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা ও গ্রেফতার করছে। সেই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি সেন্টার ভাঙচুর করছে। পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছেড়া অব্যাহত রয়েছে।’ মোসাদ্দেক হোসেন বুলবুল
বুলবুল আরও বলেন, ‘খায়রুজ্জামান লিটনের আমলে রাজশাহী সিটিতে কোনও ধরনের উন্নয়ন হয়নি। সাবেক মেয়র ও সাংসদ মিজানুর রহমান মিনুর আমলে পাসকৃত প্রকল্প তিনি (লিটন) শুধু বাস্তবায়ন করেছেন। সিটিকে সাজানোর জন্য নতুন কোনও ধারণা তার মাথায় ছিল না, এখনও নেই।’
আমাদের বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘বিগত দিনের নির্বাচনে এই সিটি থেকে বিএনপি যখন নির্বাচিত হয়েছে, তখনও কিন্তু আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় ছিল। তখনও তারা নির্বাচনের মাঠে এখনকার মতো একইভাবে নানান কথা বলেছে, অভিযোগ তুলেছে। কিন্তু নির্বাচিত হওয়ার পর কথা পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচনে জয়ী হওয়ার কথাই তারা বলেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির প্রার্থীর স্ত্রী প্রচার-প্রচারণায় নেমে আমাদের কর্মী-সমর্থকদের হুমকি দিয়েছেন। এছাড়া আরও কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আর তারা যে বাধা-বিপত্তির কথা বলছে, একটা ঘটনা প্রমাণ করুক।’
বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। অথচ আমরা দেখছি সরকারি দল আইন মানছে না। তারা আইনভঙ্গ করে মিছিল করছে, কিন্তু আমরা করতে গেলে প্রশাসন তাতে বাধা দিচ্ছে। আমাদের নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন হোক।’

সিলেট প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির প্রার্থী আরিফুল হক, আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের একের অন্যের বিরুদ্ধে আঞ্চলিক নির্বাচন অফিসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।
প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থী আরিফুল হক বিএনপির প্রার্থী আরিফুল হক অভিযোগ করে বলেন, ‘ভয়ভীতি উপেক্ষা করে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আশঙ্কা করছি সিলেটে সরকার ভোট কারচুপির বিভিন্ন পরিকল্পনা করছে। তবে এই পরকিল্পনা পুণ্যভূমি সিলেটে প্রতিহত করবে ভোটাররা।’
প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী কামরান আওয়ামী লীগ প্রার্থী কামরান বলেন, ‘জাতির জনকের কন্যা নৌকা প্রতীক আমাকে আমানত হিসেবে দিয়েছেন। আমি সেই আমানতের মর্যাদা রেখে সিলেট সিটিতে নৌকা প্রতীকের বিজয় জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। সিলেট হচ্ছে আধ্যাত্মিক, পর্যটন ও প্রবাসী অধ্যুষিত নগরী। এই নগরীর উন্নয়নে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করবো।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত