X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিটিগুলো উন্নয়নে ১৫-২০ বছর পিছিয়ে গেছে: লিটন

রাবি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১৯:৪৪আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৯:৫০

রাবিতে খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে মানুষ যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল তারই ফল ভোগ করতে হচ্ছে এখন সবাইকে। মেয়র হয়তো আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হতে পারিনি। কিন্তু উন্নয়নের দিক শহরগুলো ১৫-২০ বছর পিছিয়ে গেছে। রাজশাহীর মানুষ যদি আমাকে আরেকবার সুযোগ দেয় তাহলে গ্রামের মানুষদেরও নগর জীবনের সুযোগ-সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দেবো।’

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বুধবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্বব্যিালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।

খায়রুজ্জামান লিটন শিক্ষক-কর্মকর্তাদের কাছে ভোট চেয়ে বলেন, ‘আমি যখন রাজশাহী শহরের দায়িত্বে ছিলাম তখন এ শহর ছিল ঝকঝকে তকতকে। আর এখনকার রাজশাহীর অবস্থা দেখে আমি নিজেই মর্মাহত। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে পানি উঠে যায় এ শহরে। ড্রেনগুলোরও বেহাল দশা।’

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আগামী ২০ বছরে যাতে এই শহরে যানজট না থাকে তার জন্য আমি অন্তত তিনটি ফ্লাইওভার করবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো। মোটের ওপর এ শহরকে একটি মেগা সিটিতে পরিণত করবো।’

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘দেশের সাধারণ মানুষ এখন উপলব্ধি করতে পারছে উন্নয়নের জন্য নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই। তাই খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ মানুষ বেশ আগ্রহের সঙ্গে নৌকায় ভোট দিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লিটনের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীরা নির্বাচনি প্রচারণায় কাজ করলে জয়লাভ আরও সহজ হবে। খুলনা সিটি নির্বাচনে খুলনার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নৌকার পক্ষে কাজ করেছেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, ‘দেশের সরকার যদি কল্যাণকামী উন্নয়নকামী, শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব এবং বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব সরকার হয় তাহলে সে সরকারকে আমরা ভোট দেবো না কেন? বিএনপি মিথ্যা প্রচার করে, মিথ্যার ওপর চলে। বিএনপি নিজেরাই নিজেদের জনসংযোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক জুলফিকার আলী প্রমুখ।

আরও পড়ুন- আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে: বুলবুল

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ