X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু কখনও আপস করেননি: মেয়র লিটন

রাজশাহী প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ২২:৪৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২২:৫৮

বক্তব্য রাখছেন এএইচএম খায়রুজ্জামান লিটন (ছবি- প্রতিনিধি)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নীতির প্রশ্নে কখনও আপস করেননি বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নব-নির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন বাঙালি বাঙালি করে গেছেন। বাঙালির জন্য জীবনের ১৪টি বছর কারাবন্দি থেকেছেন। তিনি চাইলে নীতির প্রশ্নে আপস করে সুখে জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি কখনও আপস করেননি।’

১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব শহীদ এবং ২১ আগস্টের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৪ আগস্ট) বিকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ করতে চেয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পর তিনি সময় পাননি। তারপরও তিন বছর সাত মাসে অনেক কাজ করে গেছেন। কায়েমী স্বার্থবাদীরা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি। আমাদের মাথা উচুঁ করে বাঁচার জন্য জীবন দিয়ে গেছেন বঙ্গবন্ধু।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর পেছনে ছিলেন একজন মহিয়সী নারী, তার নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তিনি সব সময় বঙ্গবন্ধুর পেছনে ছায়ার মতো লেগে ছিলেন। বঙ্গবন্ধুকে অনেক রাজনীতিক সিদ্ধান্তও দিয়েছেন। তিনি সবসময় পেছনে ছিলেন বলেই বঙ্গবন্ধু এতো বড় হয়েছিলেন।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন, তখন আওয়ামী লীগ দল কে চালাতেন? কে খরচ দিতেন? দল চালানো ও খরচ দিতেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তিনি নেতকর্মীদের বলতেন, বঙ্গবন্ধু নেই তো কি হয়েছে, আমি তো আছি।’

মহিলা আওয়ামী লীগের নেত্রী ও কর্মীদের উদ্দেশে খায়রুজ্জামান লিটন বলেন, ‘দুই জন নারীর আদর্শ আপনারা ধারণ করবেন। সে দু’জন হলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ হাসিনা। শেখ ফজিলাতুন্নেসার জীবনী থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারেন এবং সরাসরি শেখ হাসিনার কাছ থেকে আপনারা শিক্ষালাভ করতে পারেন। তাদের কাছ থেকে অনেক শেখার আছে।’

তিনি বলেন, ‘এখন সবার মুখে নৌকা নৌকা। এটা ধরে রাখতে হবে। আমরা এমন জায়াগায় চলে এসেছি যে, আগামী ২৫-৩০ বছরে নৌকার বাইরে কেউ অন্য কিছু ভাববে না।’

মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কানিছ ফাতেমা মিতুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদ এবং ২১ আগস্টের সব শহীদ এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা