X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১.৬ টন ওজনের ‘সিনবাদের’ দাম ১৮ লাখ!

মতিউর রহমান, মানিকগঞ্জ
১৬ আগস্ট ২০১৮, ১১:০৯আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১১:০৯

সিনবাদ লম্বায় ৮ ফুট ৫ ইঞ্চি, উচ্চতায় ৬ ফুট, ওজন ১৬০৮ কেজি বা ১.৬ টন বা ৪০.২০ মণ। নাম সিনবাদ। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিল্লাল হোসেনের গৃহপালিত ষাঁড় এই সিনবাদ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন-পালন করে প্রস্তুত করা হয়েছে সিনবাদকে। মালিক এই গরুর দাম হাঁকাচ্ছেন ১৮ লাখ টাকা।

সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের সাফুল্লি গ্রামের বিল্লাল হোসেন এক বছর আগে একই উপজেলার গোপালপুর গ্রাম থেকে ২ বছর বয়সী হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি কেনেন। শুরু থেকেই দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয় এই ষাঁড়টিকে। মালিক আদর করে এর নাম রেখেছেন সিনবাদ।
সিনবাদ খামার মালিক বিল্লাল হোসেন বেশ রাজকীয়ভাবেই লালন-পালন করছেন সিনবাদকে। ষাঁড়টিকে রাখার ঘরটির মেঝে পাকা করা হয়েছে। ঘরে যাতে কোনও ময়লা আবর্জনা না থাকে সেজন্য প্রতিদিনই পরিষ্কার করা হয়। ঘরে রয়েছে দুটি সিলিং ফ্যানসহ মোট পাঁচটি ফ্যান। এছাড়া পায়ের গোড়ালিতে যাতে ব্যথা না পায় সেজন্য ফ্লোড়ে পাতা আছে ম্যাট।
খামারি বিল্লাল হোসেন বলেন, ‘সখের বসেই বাণিজ্যিকভাবে গরু লালন-পালন করে থাকি। তবে এর আগে সাটুরিয়ায় এক খামারির বেশি ওজনের গরু বিক্রির বিষয়টি দেখে আমিও সিদ্ধান্ত নেই বড় গরু লালন-পালন করবো, সেই থেকে শুরু। সিনবাদকে কাঁচা ঘাস, গমের ভূসি, শুকনা খড়, ছোলা এসবের পাশাপাশি আঙুর, মাণ্টা, কলা, পেয়ারা, মিষ্টি কুমড়া খাওয়ানো হয়। প্রতিদিন খাওয়া বাবদ খরচ হয় ১৮০০-২০০০ টাকা। এখন এর ওজন দাঁড়িয়েছে ৪০ মণে।’ ১.৬ টন ওজনের ‘সিনবাদের’ দাম ১৮ লাখ!
বিল্লাল আরও বলেন, ‘আমি সিনবাদের দাম চেয়েছি ১৮ লাখ টাকা। ইতোমধ্যে এর দাম উঠেছে ১২ লাখ। কিছুদিন আগে একজন ১৩ লাখ লাখ দাম বলে গেছে। আমার বিশ্বাস ভারতীয় গরু না আসলে কাঙ্ক্ষিত দামই পাবো।’
খামারির স্ত্রী রানু বেগম বলেন, ‘সিনবাদকে সন্তানের মতো আগলে একটি বছর ধরে লালন-পালন করছি। ষাঁড়টি পরিচর্যার জন্য এক বছরের চুক্তিতে দেড় লাখ টাকা বেতনের রাখাল (কর্মচারী) রাখা হয়েছে। কর্মচারীসহ আমরা পরিবারের আরও তিনজন এই ষাঁড়টির যত্ন নিচ্ছি।’
সিনবাদের ব্যক্তিগত চিকিৎসক ভেটেরেনারি সার্জন ডা. মো. সেলিম জাহান বলেন, ‘ষাঁড়টিকে আমি নিয়মিত তদারকি করে খামারিকে রোগ প্রতিরোধ ও খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিচ্ছি। ঈদের হাট আগ পর্যন্ত সিনবাদের ওজন আরও বাড়বে।’ ১.৬ টন ওজনের ‘সিনবাদের’ দাম ১৮ লাখ!
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. খুরশেদ আলম বলেন, ‘বিল্লাল হোসেন কোনও ক্ষতিকর ওষুধ প্রয়োগ ও রাসায়নিক উপাদান ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সিনবাদকে লালন-পালন করছেন। ষাঁড়টিকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা আশা করছি, খামারি ষাঁড়টি বিক্রি করে উপযুক্ত মূল্য পাবেন।’

/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী