X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঈদের আগেই ঈদ আনন্দ নাটোরের খামারিদের

কামাল মৃধা, নাটোর
১৭ আগস্ট ২০১৮, ১৩:০২আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ০৮:৩৮

ঈদের আগেই ঈদ আনন্দ নাটোরের খামারিদের ঈদুল আজহার এখনও কয়েকদিন বাকি থাকলেও ইতোমধ্যে জমে উঠেছে নাটোরের কোরবানির পশুর হাট। ভারতসহ অন্যান্য দেশের পশু আমদানি না হওয়ায় পশু বিক্রি করে আশানুরূপ লাভ হয়েছে এখানকার খামারিদের। প্রত্যাশিত লাভ পাওয়ায় খামারিদের ঘরে ঘরে এখন ঈদের আগেই ঈদ আনন্দ বিরাজ করছে।

এদিকে জেলার চাহিদা মিটিয়ে নাটোরের খামারিরা প্রায় দেড় লাখ কোরবানির পশু অতিরিক্ত বিক্রি করতে পারবেন বলে দাবি করেছেন জেলা প্রাণিসম্পদ বিভাগ।

তথ্যমতে, নাটোর জেলার তেবাড়িয়া হাটের বাইরে ও প্রতিটি উপজেলায় কোরবানি পশু বিক্রির জন্য চালু করা হয়েছে বিশেষ কোরবানির হাট। এসব হাটে গত প্রায় ১০ দিন থেকে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। ভারতসহ অন্যান্য দেশ থেকে কোরবানীর কোন পশু আমদানি না হওয়ায় স্থানীয় খামারিরা এবার পাচ্ছেন প্রত্যাশিত দাম। প্রতিটি গরু বিক্রি করে তারা লাভ পাচ্ছেন ৫ থেকে ১০ হাজার টাকা। অপরদিকে প্রতিটি ছাগল বিক্রি করে তারা লাভ পাচ্ছেন ৪ থেকে ৫ হাজার টাকা।

নাটোর সদর উপজেলার ভাটোদারা গ্রামের খামারি করিম জানান, সম্প্রতি তিনি তার একটি গরু বিক্রি করেছেন। প্রায় দেড় মাস আগে গরুটির দাম উঠেছিল মাত্র ৪৯ হাজার টাকা। লোকসান হবে ভেবে তিনি গরুটি বিক্রি করেননি। গত দুই দিন আগে তিনি এই গরুটি বিক্রি করেছেন ৬৮ হাজার টাকায়। গরুটি বিক্রি করে তার ১০ হাজার টাকা লাভ হয়েছে বলে তিনি দাবি করেন।

দিঘাপতিয়া বাজার এলাকার খামারি জাহাঙ্গীর জানান, গত তিন দিন আগে তিনি তার খামারের একটি গরু বিক্রি করেছেন ৮৪ হাজার টাকায়। গরুটি বিক্রি করে তার প্রায় ১১ হাজার টাকা লাভ হয়েছে।

গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকার খামারি মুনছুর জানান, তিনি এ পর্যন্ত খামারের তিনটি গরু বিক্রি করেছেন।
গড়ে তার লাভ হয়েছে প্রায় আট হাজার টাকা। কোরবানি পশুর এই দাম অব্যাহত থাকলে এবারে তাদের ঈদ প্রকৃত ঈদেই পরিণত হবে বলে দাবি করেন তিনি।

নাটোর প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘জেলার ১ লাখ ৩২ হাজার চাহিদার বিপরীতে খামারিরা পালন করেছে ৩ লাখ পাঁচ হাজার ৫০০ পশু। এরমধ্যে ৮০ হাজার গরু এবং ছাগল ভেড়া, মহিষসহ আরও পালন করা হয়েছে ২ লাখ ২৫ হাজার পশু। ফলে জেলার চাহিদা মেটানোর পরেও প্রায় দেড় লাখ পশু বাইরে বিক্রি করা যাবে।’ চলতি মৌসুমে এখন পর্যন্ত সদর উপজেলার করোটা হাটে সর্বোচ্চ দামে গরু বিক্রি হয়েছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে বেলাল হোসেন বলেন, বিদেশি গরুর প্রবেশ ঠেকাতে আর রোগমুক্ত কোরবানির পশু ক্রেতাদের হাতে তুলে দিতে প্রতিটি হাটে মেডিক্যাল টিম বসানো হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে বেলাল হোসেন বলেন, ‘মোটাতাজাকরণ ওষুধের ব্যবহার ঠেকাতে গত প্রায় ৬-৭ মাস থেকে প্রতিটি খামারে নজরদারি রাখা হয়েছে। এ কারণে নাটোরে পালন করা গরু সম্পূর্ণ দেশীয় খাবার উপাদানে প্রস্তুত। বলে দাবি করেন তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ