X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লাঠিপেটায় নিস্তেজ রিয়াদকে হাসপাতালে নেওয়ার সাহস হয়নি কারও

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
৩০ আগস্ট ২০১৮, ২০:৪৬আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২১:১০

লাঠিপেটায় মৃত রিয়াদের লাশের পাশে বসে কাঁদছেন দাদি (ছবি- প্রতিনিধি)

চোর সন্দেহে স্কুলছাত্র রিয়াজুল ইসলাম রিয়াদকে আটকায় ব্যবসায়ী আশরাফুলসহ ৭-৮ জন। নিজেকে নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করে রিয়াদ। একজনের পায়ে লুটিয়েও পড়ে। কিন্তু তাতেও মন গলেনি কারও। রিয়াদের দুই হাত গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা হয়। এরপর শুরু হয় বেধড়ক লাঠিপেটা। রিয়াদ নিজেকে যতই নির্দোষ দাবি করে, তাকে মারধরের মাত্রা ততই বাড়তে থাকে। প্রায় ঘণ্টাখানেক ধরে রিয়াদের বুকে-পিঠে-মাথায় চলে লাঠির আঘাত। একপর্যায়ে রিয়াদ নিস্তেজ হয়ে পড়ে। ইতোমধ্যে ঘটনাস্থলে এসে হাজির হন আশপাশের ২০-২৫ জন মানুষ। কিন্তু কেউ আর অচেতন রিয়াদকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাহস দেখাননি। কারণ, মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল ব্যবসায়ী আশরাফুলসহ তার সহযোগীরা।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী ঘাগড়া টাওয়ার মোড় বাজার এলাকায় সন্দেহ থেকে এ হত্যার ঘটনা ঘটে। এ সময় যারা ঘটনাস্থলে ছিলেন তারাই জানিয়েছেন এসব কথা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাগড়া উথুরী টাওয়ার মোড় বাজার এলাকায় একটি গাছের সঙ্গে বেঁধে রিয়াদকে বেধড়ক মারধর করেন স্থানীয় ব্যবসায়ী আশরাফুল, তার দুই ভাই কামরুল ও রশিদ এবং তাদের সহযোগীরা। দোকানের তালা ভেঙে চুরির চেষ্টার অপবাদ দিয়ে রিয়াদকে নির্মমভাবে লাঠিপেটা করা হয়। এ সময়ই বিনা চিকিৎসায় মারা যায় সে।

ঘাগড়া উথুরী টাওয়ার মোড় বাজারের পাশে বাড়ি ইমন মিয়ার (১৮)। তিনি বলেন, ‘‘ভোর ৬টার দিকে ঘুমাচ্ছিলাম আমি। চিৎকার-চেঁচামেচির শব্দে বাজারে ছুটে যাই। তারপর দেখি, উথুরী গ্রামের সাইদুর রহমানের ছেলে রিয়াদকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটাচ্ছেন ব্যবসায়ী আশরাফুলসহ ৭-৮ জন। এসময় আশরাফুল চিৎকার করে বলতে থাকে, ‘শালা, চোরের বাচ্চা চোর। আমার দোকানে চুরি করার জন্য তালা ভাঙার চেষ্টা করেছিস’।’’

ইমন আরও বলেন,‘‘এসময় রিয়াদ কেঁদে কেঁদে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করে। বলতে থাকে, ‘ভাই এই বাজারে আর জীবনেও আসুম না, ছেড়ে দেন আমারে, ছেড়ে দেন, ভাই।’ কিন্তু কেউ কোনও কথাই শুনেনি। পেটাতে থাকে। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে চলে নির্যাতন। এরই মধ্যে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে ২০-২৫ জন লোক ছুটে আসে। কিন্তু আশরাফুলের ভয়ে কেউ আর রিয়াদকে বাঁচানোর চেষ্টা করেননি। চেষ্টা করবে কী, কোনও কথা বলারই সাহস করেনি। এদিকে, রিয়াদ মারা গেছে নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল ত্যাগ করে আশরাফুলসহ বাকিরা।’’

একই কথা জানান স্থানীয় ব্যবসায়ী আসমত আলী। তিনি বলেন, ‘এভাবে একজন কিশোরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করবে, এটা মেনে নেওয়া যায় না। সকাল ৬টার পর ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসেছে চার ঘণ্টা পর, সকাল ১০টায়। এর অনেক আগেই আশরাফুলসহ বাকিরা এলাকা ছেড়ে যায়। যখন তারা রিয়াদকে মারধর করছিল তখন কেউ তাদের বাঁধা পর্যন্ত দেওয়ার সাহস পায়নি। এমনকি, আশরাফুল ও তার সাঙ্গপাঙ্গদের ভয়ে রিয়াদকে হাসপাতালে নেওয়ার চেষ্টাটুকু পর্যন্ত কেউ করেনি।’

রিয়াদের দাদি খোদেজা খাতুন (ছবি- প্রতিনিধি)

রিয়াদের বাবা সাইদুর রহমান সৌদি প্রবাসী। তার মা প্রতিবন্ধী। রিয়াদের দাদি খোদেজা খাতুন বলেন, ‘আমার নাতিরে সন্ত্রাসীরা পিটায়ে মাইরা ফেলাইছে। কেউ তারে বাঁচাবার জন্য আগাইয়্যা আসে নাই। চিকিৎসার জন্য তারে হাসপাতালে নেওয়ার সাহসও পায় নাই কেউ। পুলিশ সময়মতো আইলে আমার নাতি মারা যাইতো না।’

রিয়াদের বড় বোন নীল ফুলনাহার শান্তা বলেন, ‘সকাল ৮টার দিকে খবর পেয়ে দাদিসহ আমরা বাজারে গিয়ে দেখি, রিয়াদ মাঠে অচেতন অবস্থায় পড়ে আছে। রিয়াদের পাশে গেলে আশরাফুল বাহিনী আমাদের গালিগালাজ করে ভয়ভীতি দেখায়। তারা আমাদের ঘটনাস্থলেই দাঁড়াতে দেয়নি। পরে জানতে পারি, রিয়াদ মারা গেছে।’

রিয়াদ ঘাগড়া উথুরী ছিপান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল; আসন্ন জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। রিয়াদের স্কুলের প্রধান শিক্ষক মীর আব্দুস সামাদ বলেন,‘এভাবে একটা কিশোরকে মারধর করা যায়! রিয়াদের হত্যাকারীদের বিচারের দাবি জানাই।’      

গফরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন,‘বাজারে একজন কিশোরকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা কেউ মানতে পারছে না। এ ঘটনার তদন্ত করে খুনিদের গ্রেফতার দাবি জানাই।’

তবে তিনি এটাও জানান, ‘সংসারে টাকাপয়সার অভাব না থাকলেও বখাটেদের সঙ্গে মিশে রিয়াদ নষ্ট হয়ে গিয়েছিল। চুরি করতে গিয়ে বেশ কয়েক বার ধরা পড়েছে। এ নিয়ে সালিশ বৈঠকও হয়েছে।’

তিনি বলেন, ‘রিয়াদের ওপর নির্যাতনের বিষয়টি সকাল সাড়ে ৭টার দিকে জানতে পারি। এরপর থানা পুলিশকে জানাই। পুলিশ সকাল ১০টার পর ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।’

গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে সকাল ৮টার দিকে খবর পাই, এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তার লাশ উদ্ধার করি। ঘটনাস্থলে যেতে একটু দেরি হয়েছে। ফোর্স প্রস্তুত করতে এই দেরি হয়েছে। ঘটনার পর খুনিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তদন্ত করে এই খুনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুন–

গফরগাঁওয়ে চোর অপবাদ দিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া