X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

চাঁদার দাবিতে দোকানে ছাত্রলীগ সদস্যের তালা, এমপির নির্দেশে ৬ মাস পর খোলা

ফেনী প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ০৯:৫৭আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১০:০৪

ফেনী ফেনী শহরের আদালত সংলগ্ন একটি দোকানে চাঁদা না পেয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন জেলা ছাত্রলীগের সদস্য এখলাস উদ্দিন খন্দকার বাবলু।   ঘটনার ছয় মাস পর বিষয়টি জেনে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে দোকানটি খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার  জেলা যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সাহেদ মামুন ঘটনাস্থলে গিয়ে  দোকানটি উদ্ধার করে ব্যবসায়ী সোহাগকে বুঝিয়ে দেন।

জেলা যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সাহেদ মামুন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামুন জানান, ‘আদালত প্রাঙ্গনের প্রধান ফটকের কাছে শহীদুল ইসলাম সোহাগের মালিকানাধীন কনফেকশনারি দোকান ‘সোহাগ স্টোর’ থেকে মাসিক ১ হাজার ৫০০ টাকা হারে চাঁদা আদায় করতো জেলা ছাত্রলীগের সদস্য এখলাস উদ্দিন খন্দকার বাবলু প্রকাশ ওরফে জুতা বাবলু। প্রায় ছয় মাস আগে চাঁদার পরিমাণ বেড়ে ৫ হাজার টাকা দাবি করে সে। দাবি করা টাকা না দেওয়ায় বাবলু তার সহযোগীদের নিয়ে দোকানটি দখল করে অন্য আরেকজনের কাছে ভাড়া দিয়ে দেয়। দীর্ঘদিন অনেকের কাছে ঘুরেও ফল না পেয়ে বুধবার সোহাগ তিনি বিষয়টি নিজাম হাজারীকে জানান। এ ঘটনায় নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে বৃহস্পতিবার আমি ঘটনাস্থলে গিয়ে  দোকানটি উদ্ধার করে ব্যবসায়ী সোহাগকে বুঝিয়ে দেই।’

জেলা ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, এখলাস উদ্দিন খন্দকার বাবলু ছাত্র শিবিরের সক্রিয় কর্মী থেকে সংগঠনে অনুপ্রবেশকারী। শহরের জামায়াত নিয়ন্ত্রিত আল ফালাহ মাদ্রাসার শিবিরে দায়িত্বপ্রাপ্ত নেতা ছিল সে। ছাত্রলীগে অনুপ্রবেশ করে সংগঠনের ভাবমূতি নষ্ট করতে তার নানা কর্মকাণ্ডের তথ্যের ওপর ভিত্তি করে তাকে সংগঠন থেকে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ বাংলা ট্রিবিউনকে জানান, ‘তার এই ধরণের অপকর্মের দায়ভার জেলা ছাত্রলীগ নেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন- একই গবেষণা প্রবন্ধ একাধিক জার্নালে, নোবিপ্রবি’র ৪ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

/এফএস/
সম্পর্কিত
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
সর্বশেষ খবর
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
গিলের ডাবল সেঞ্চুরির পর ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে ভারতের দাপট
গিলের ডাবল সেঞ্চুরির পর ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল